রাকিব উদ্দীন : ফ্রান্সের ফুটবল সাময়িকী কর্তৃক প্রতিবছর ঘোষণা করা হয় ব্যালন ডি’অর। যে পুরস্কার সবচেয়ে বেশিবার জিতে যৌথভাবে শীর্ষে ছিলেন ফুটবলবিশে^র বর্তমান দুই প্রতিদ্বন্দ্বী মেসি ও রোনালদো। গতকাল রাতে ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর জিতে পর্তুগিজ রাজকুমারকে সরিয়ে এককভাবে শীর্ষস্থান দখল করে নিয়েছেন মেসি। নারী বিভাগে এ পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের মেগান র্যাপিনো।
প্যারিসে কাল রাতে ব্যালন ডি’অর জিতে ইতিহাসই গড়েছেন লিওনেল মেসি। তার চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো ব্যালন ডি’অর অনুষ্ঠানে ছিলেন না। মেসি সেরা হওযার পর লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক দ্বিতীয় এবং রোনালদো তৃতীয় হয়েছেন। নারী বিভাগে যুক্তরাষ্ট্রের বিশ^কাপ জেতানো র্যাপিনো প্রথম হলেও লাকি ব্রুঞ্জ দ্বিতীয় এবং অ্যালেক্স মরগান তৃতীয় হয়েছেন। নারী বিভাগে এবার দ্বিতীয়বারের মতো পুরস্কার দেয়া হলো।
২০৮-১৯ মৌসুমে দেশ ও ক্লাবের হয়ে ৫৪ গোল করেন মেসি। বার্সা জিতিয়েছেন লা লিগাও। পুরস্কার হাতে নিয়ে মেসি বলেন, ‘ষষ্ঠবার ব্যালন ডি’অর হাতে নেয়াটা সম্পূর্ণ অন্যরকম মুহূর্ত। আমার স্ত্রী বলে, কখনো স্বপ্ন দেখা থামিও না এবং কঠোর পরিশ্রম করো ও উপভোগ করো। আরও অনেক দিন খেলে যেতে চাই। যদিও একদিন অবসর নিয়ে থামতেই হবে।’
২০১৯ সালের ব্যালন ডি’অরের বাকি দুটি পুরস্কারের একটি গেছে নেদারল্যান্ডে অপরটি ব্রাজিলে। ২১ বছরের কম বয়সী সেরা তারকা হয়েছেন জুভেন্টাসের ডাচ ডিফেন্ডার ম্যাথুস ডি লিট। সেরা গোলরক্ষকের পুরস্কার ‘লেভ ইয়াসিন’ জিতেছেন ব্রাজিলের অ্যালিসন বেকার। যিনি লিভারপুলকে চ্যাম্পিয়ন্স ট্রফি ও ব্রাজিলকে কোপা আমেরিকা জিতিয়েছেন। রেজা