আবু সুফিয়ান রতন: এই সময়ের অত্যন্ত সম্ভাবনাময় অভিনেত্রী ও মডেল নুশরাত। পরিচালক সৈয়দ সাইদ হোসেন বাবুল তাকে নাম দিয়েছেন রাজকন্যা। কেননা তারই হাত ধরে মিডিয়াতে আগমন নুশরাতের। তাই তার দেয়া নামটিও সাদরে গ্রহণ করেছেন নুশরাত।
নুশরাত এই পর্যন্ত নাটক, টেলিফিল্ম, মিউজিক ভিডিও, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, মডেলিংসহ সংস্কৃতি অঙ্গনের প্রায় সব ক্ষেত্রেই কাজ করছেন। বিশেষ করে সৈয়দ সাইদ হোসেন বাবুলের পরিচালনায় নাটক, আব্দুন নূর সজল ও সারিকার সঙ্গে নাটক ‘ফিরিয়ে দিও না’, ‘নাক ফুল’, ‘সে আমার মন কেড়েছে’, মাহাবুব আহসান টনির ‘ফুল নয় কাঁটা’ প্রভৃতি নাটকে অভিনয় করছেন।
অভিনয়ের পাশাপাশি নুশরাত বর্তমানে উত্তরা ইউনাইটেড কলেজে লেখাপড়া করছেন। নুশরাত ভবিষ্যতে আরও ভাল ভাল নাটকে অভিনয় করে একজন উঁচুমাপের অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। তার সুন্দর অভিনয় দিয়ে প্রতিটি মানুষের মনে বসত গড়তে চায়। নুশরাত তার দক্ষতা, যোগ্যতা এবং মেধা মনন দিয়ে দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবস্থান তৈরি করবে। এই প্রত্যাশা সংশ্লিষ্টদের। তার জন্য অনেক অনেক শুভ কামনা।