শিউলী আক্তার : ১৩তম দক্ষিণ এশিয়ান গেমসে নারীদের ক্রিকেট অন্তর্ভূক্ত করা হয়েছে প্রথমবারের মতো। আর প্রথম আসরেই সোনা ঘরে তুলেছে বাংলাদেশের মেয়েরা। নেপালের পোখারায় রুদ্ধশ^াস ফাইনালে শ্রীলঙ্কান মেয়েদের ২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আগে ব্যাটিং করে মাত্র ৯১ রান করে হারের শঙ্কায় ছিলো সালমাবাহিনী। কিন্তু জাহানারা ও নাহিদার নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮৯ রানেই শেষ হয়েছে লঙ্কান সিংহীদের ইনিংস।
ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১৬ রানে মুরশিদাকে হারানোর পর আয়েশাকে সঙ্গে নিয়ে ২০ রানের জুটি গড়েন সানজিদা। কিন্তু এরপরেই খেই হারিয়ে ফেলে টাইগ্রেসরা। দলীয় ৩৬ রানে টপ অর্ডারের ৪ ব্যাটসম্যানকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। নিগার সুলতানা ও ফাহিমা ৩০ রানে জুটি গড়ে বিপদ সামাল দেয়ার চেষ্টা করেন। কিন্তু খুব বেশি দূর এগোয়নি তাদের প্রচেষ্টা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে হারিয়ে ৯১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে উমেশ থিমাসীনি একাই ৪ উইকেট নেন।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কাও চাপে পড়েছিলো টাইগ্রেসদের সামনে। দলীয় ৩০ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। এরপর পঞ্চম উইকেটে ২৩ রানের জুটি গড়ে জয়ের আশা জাগান হারশিদা ও লিহিনী। কিন্তু সেই আশা বেশি দুর যেতে দেয়নি বাংলাদেশ। জাহানারার ব্রেক থ্রুর পর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে লঙ্কাদের ৮৯ রানে থামায় বাংলাদেশ। এরপর সোনা জয়ের উল্লাসে মাতে সালমা খাতুনরা।