রাকিব উদ্দীন : নেপালের কাঠমান্ডুতে সাউথ এশিয়াস গেমসের নবম দিনে বাংলাদেশের বাজিমাত। আর্চারি শুরুর প্রথম দিনে ছয়টি সোনা জেতার পর দ্বিতীয় দিনে বাকি চারটি ইভেন্টেও সোনা জিতে নিলো বাংলাদেশ। এ নিয়ে মোট ১৬টি সোনা জিতে বিদেশের মাটিতে সর্বোচ্চ সোনা জয়ের রেকর্ড গড়লো বাংলাদেশ। পর্দা নামার আগেই এসএ গেমসের ইতিহাসে সর্বোচ্চ ১৯টি সোনার পদক জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশি অ্যাথলেটরা।
এদিন শুরুতেই আর্চারিতে দুই একক ইভেন্টে সোনা জিতলেন সুমা বিশ্বাস ও সোহেল রানা। কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে সোনা জেতেন সুমা। এরপর পুরুষ কম্পাউন্ড এককে সোনা জিতে নেন সোহেল। মেয়েদের রিকার্ভ এককে সোনার হাসি হাসেন ইতি খাতুন। আর প্রতিযোগীতার শেষ ইভেন্ট রিকার্ভ পুরুষ এককে বাজিমাত করেছেন রোমান সানা।
আজ সকালে শ্রীলঙ্কার প্রতিযোগীকে ১৪২-১৩৪ স্কোরে হারিয়ে সোনার পদক জিতে নেন সুমা। এরপর প্রতিপক্ষ ভুটানের প্রতিযোগী দেমা সোনমকে ৭-৩ পয়েন্টে হারান ইতি। রোববার সুস্মিতা বণিক ও শ্যামলী রায়কে নিয়ে কম্পাউন্ড মহিলা দলগত বিভাগেও সোনা জিতেছিলেন এই আর্চার।
পুরুষ কম্পাউন্ড এককের ফাইনালে ১৩৭-১৩৬ স্কোরে ভুটানের প্রতিযোগীকে হারিয়ে সোনার পদক জিতে নেন সোহেল রানা। অসীম কুমার দাস ও মোহাম্মদ আশিকুজ্জামানকে নিয়ে রোববার কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টেও সোনা জিতেছিলেন এই আর্চার।
রোববার রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে রোমান সানা, মোহাম্মদ তামিমুল ইসলাম ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল সোনার পদক জয় করেন। রিকার্ভ মহিলা দলগত ইভেন্টের ফাইনালে ইতি খাতুন, মেহনাজ আক্তার মনিরা ও বিউটি রায় ৬-০ সেট পয়েন্টে জিতে এনে দেন দ্বিতীয় সোনা। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্ট থেকে আসে তৃতীয় সোনা। কম্পাউন্ড মিশ্র দ্বৈতে জুয়েল রানা-রোকসানা আক্তার জুটি সোনা এনে দেন।