শিউলী আক্তার : বছর শেষ মানেই নতুন হিসাব-নিকাশ। পুরোনো খেরোখাতা বের করে সাফল্য-ব্যর্থতার বিচার করাই বিশ্লেষকদের কাজ। তবে এবারের বছরটা শেষ হওয়া মানে আরও কাজ বেড়ে গেছে। কেনোনা এটা একটা দশকেরও শেষ বছর। একে একে এই দশকের সেরা দলও গঠন করছে বিভিন্ন প্রভাবশালী মিডিয়া। যেখানে কয়েকদিন আগে উইজডেন ও ফক্স স্পোর্টস তাদের দশকসেরা দল প্রকাশ করেছিলো। সেখানে জ্বলজ্বল করছিলো সাকিব আল হাসানের নাম। আর কাল প্রকাশিত হওয়া ক্রিকেট অস্ট্রেলিয়ার দশকসেরা একাদশেও জায়গা পেয়েছেন সাকিব। একইসঙ্গে ঘোষিত বিকল্প একাদশে আছেন মুশফিকুর রহিম।