এল আর বাদল : ২. স্বাগতিক বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার ম্যাচ দিয়ে আজ পর্দা উঠছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের। বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন। ৩. এটি হচ্ছে টুর্নামেন্টের ৬ষ্ঠ আসর। এর আগে কোনোবারই গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। মাত্র একবার ২০১৫ সালের আসরের ফাইনালে মালয়েশিয়ার কাছে হেরে রানার্সআপ হয়েছিলো। বাংলাদেশের মাঠে হওয়া আসর গুলোতে কেনো জানি নিজেদের ভালোভাবে মেলে ধরতে পারে না লাল-সবুজের খেলোয়াড়রা।