প্রকাশের সময় : February 10, 2020, 12:01 am
আপডেট সময় : February 9, 2020 at 10:57 pm
আক্তারুজ্জামান : প্রথমবার যুব বিশ্বকাপের ফাইনালে উঠেই নিজেদের আশা পূরণ করেছিলো বাংলাদেশ যুবদল। ফাইনালে ভারতকে ১৭৭ রানে গুটিয়ে দিয়ে সে স্বপ্ন আরও জোরালো হয়। কিন্তু ব্যাটসম্যানরা হঠাৎ খেই হারানোয় আশা-নিরাশায় দোলাচলে দুলছে বাংলাদেশের শিরোপা ভাগ্য।