শিউলী আক্তার : ২] টুর্নামেন্ট শেষ হওয়ার পরই আসরের সেরা এগারো ক্রিকেটারের নাম ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সে দলে নেতৃত্ব পেয়েছেন শিরোপাজয়ী সেনাপতি আকবর আলী। সেই সঙ্গে দুই ব্যাটসম্যান মাহমুদুল ও শাহাদাতও আছেন ওই দলে।
৩] বিশ্বকাপের সেরা একাদশ নির্বাচনের দায়িত্ব ছিলো ধারাভাষ্যে থাকা ইয়ান বিশপ, রোহান গাভাস্কার, নাটালি জারমানোস, শ্রেষ্ঠ শাহ ও আইসিসির ম্যারি গডবিয়ার। ৪] তারা এই একাদশের উইকেটরক্ষক এবং অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছেন আকবরকে। বিশ্বকাপের রানার্সআপ ভারতেরও তিনজন- রবি বিষ্ণু, যসশ্বী জয়সওয়াল ও কার্তিক ত্যাগী একাদশে জায়গা পেয়েছেন।
৫] আফগানিস্তানের দুজন ইবরাহিম জাদরান ও শফিকুল্লাহ গাফারিকে দলে রেখেছেন নির্বাচকরা। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার নিম ইয়াং ও পেসার জেডেন সিলসে দলে সুযোগ পেয়েছেন। ৮ ম্যাচে ২৮৬ রান করে একাদশে ঢুকেছেন শ্রীলঙ্কার রবিন্দু রসন্থ। দ্বাদশ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন কানাডার আকিল কুমার। সম্পাদনা : মোহাম্মদ রকিব