আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছবি আঁকলেন শ্রীলংকার প্রধানমন্ত্রী
বাংলা ট্রিবিউন : ২] আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রীলংকার রাজধানী কলম্বোর স্বাধীনতা স্কয়ারে দেশটির সরকার ও অন্যান্য দেশের দূতাবাস যৌথ আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন দেশটির সাবেক রাষ্ট্রপতি এবং বর্তমান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। এ সময় রাজাপাকসে একটি ছবি আঁকার চেষ্টা করেন।
৩] শ্রীলংকায় বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বলেন, শ্রীলংকার প্রধানমন্ত্রীর সঙ্গে স্টেজে পাশাপাশি বসার সময় তিনি আমাকে বলেছেন- বাংলাদেশ দূতাবাসের মতো অন্যকোনও দূতাবাস শ্রীলংকার শিশুদের জন্য এতো কিছু করেনি। পাশাপাশি প্রধানমন্ত্রী ৩৯ জন প্রতিযোগীকে নিজ হাতে প্রায় এক লাখ রুপি পুরস্কার দেন।
৪] প্রসঙ্গত, প্রতি বছর বাংলাদেশ দূতাবাস শ্রীলঙ্কার বিভিন্ন ভাষাভাষি শিশুদের মধ্যে সংহতি ও সৌহার্দ্য সৃষ্টির লক্ষ্যে ছবি আঁকা প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। গ্রন্থনা : প্রিয়াংকা আচার্য্য