আরটিবি অনলাইন : [২] শুক্রবার থেকে সিএএ বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ভারতের উত্তর-পূর্বের এই রাজ্য। সহিংসতার ঘটনায় সেখানে একজনের মৃত্যুও হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি মোকাবেলায় রাজধানী শিলংয়ে জারি করা হয়েছে কারফিউ। আর রাজ্যের ছয় জেলায় বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট সেবা।
[৩] কয়েকদিন আগেই সিএএ বিরোধী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে ভারতের রাজধানী দিল্লি। ওই ঘটনায় অন্তত ৪২ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয় দুই শতাধিক মানুষ। ওই সহিংসতা রেষ কাটতে না কাটতেই এবার মেঘালয়ের বিভিন্ন এলাকায় প্রতিবাদ-বিক্ষোভ চরম আকার নিতে শুরু করেছে।
[৪] খাসি স্টুডেন্টস ইউনিয়ন এবং অ-আদিবাসীদের দফায়-দফায় সংঘর্ষে উত্তাল হয়ে উঠে মেঘালয়ের রাজধানী শিলংসহ একাধিক জায়গা। সংঘর্ষের জেরে ইতোমধ্যেই পূর্ব খাসি হিলসে একজনের মৃত্যু হয়েছে। উত্তর-পূর্বের দুই সংগঠনের মধ্যে সংশোধিত নাগরিকত্ব আইন ও ইনার লাইন পারমিট নিয়ে বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছিল।
[৫] শুক্রবার বিতর্ক মেটাতে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই হঠাৎ করে সংঘর্ষ বেঁধে যায় দুই পক্ষের মধ্যে। সেই সংঘর্ষেই একজনের মৃত্যু হয়। পরিস্থিতি নতুন করে যাতে আরও উত্তপ্ত না হয় এ কারণেই শুক্রবার রাত ১০টা থেকে কারফিউ কার্যকর হয়। সাদমান মনির