রাকিব উদ্দীন : [২] সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে সাকিবকে ছাড়িয়ে দলটির বিপক্ষে সর্বোচ্চ রানের মালিক হন তামিম। এরপর প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে সাত হাজার রানের মাইলফলকে পৌঁছান তিনি। ১৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে সবোর্চ্চ ব্যক্তিগত সংগ্রহে ম্যাচটিতে তৃতীয় রেকর্ড গড়েন তিনি।
[৩] জিম্বাবুয়ের বিপক্ষেই ২০০৯ সালের আগস্টে বুলাওয়েতে ১৫৪ রানের ইনিংস খেলেছিলেন তামিম। যা ছিল ব্যক্তিগত ও বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসও। এবার সেই রেকর্ডই ভাঙলেন তামিম।
[৪] এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ওয়ানডেতে ৭ হাজারি ক্লাবে নাম লেখান তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬৯১৬ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন তামিম। এরপর দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির দিকে যাওয়ার পথে ৭ হাজার রানের মাইলফলকে পৌঁছান তিনি।
[৫] ওয়ানডে তামিমের ৭ হাজারি ক্লাবে নাম লেখাতে খেলতে হয়েছে ২০৬ ম্যাচ ও ২০৪ ইনিংস। তার গড় ৩৫.৮৭। সর্বোচ্চ স্কোর ১৫৪। সম্পাদনা : শোভন দত্ত