বাংলানিউজ : [২] কার্ল মাম্বা-সিকান্দার রাজাদের বোলিং আক্রমণ নস্যাৎ করে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাশ। পাশাপাশি সাকিব আল হাসানকে পেছনে ফেলে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ফিফটির মালিক হয়েছেন তামিম ইকবাল।
[৩] এই দুই ওপেনারের দাপুটে ব্যাটিংয়ে বৃষ্টি আসার আগে ৩৩.২ ওভারে বিনা উইকেটে ১৮২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। যা ওয়ানডেতে টাইগারদের সর্বোচ্চ রানের ওপেনিং জুটিও। [৪] ১৯৯৯ সালের ২৫ মার্চ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ওপেনিং জুটিতে ১৭০ রান করেছিল শাহরিয়ার-মেহরাব জুটি। এবার ২১ বছর পর সেই রেকর্ড নিজেদের নামের পাশে লিখিয়ে নিলেন তামিম-লিটন। ভেন্যু ভিন্ন হলেও একই প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের হয়ে ওয়ানডে ওপেনিং জুটিতে এই রেকর্ড গড়েন তারা। [৫] দাপুটে ব্যাটিংয়ে ৫৪ বলে ফিফটির পর অধিনায়ক শন উইলিয়ামসের করা ইনিংসের ৩২.৫ ওভারে সেঞ্চুরি তুলে নেন লিটন। এখন পযর্ন্ত ১১৬ বলে ১০২ রানে অপরাজিত আছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। শেষ তিন ম্যাচের মধ্যে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। শোভন দত্ত
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১২৬ রানে অপরাজিত ছিলেন তিনি। সেবার তাকে মাঠ ছাড়তে হয় ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে।
[৬] অন্যপাশে ৯৪ বলে ৩ চার ও ৪ চারে ৭৯ রানে অপরাজিত আছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তামিম।