এল আর বাদল : [২] জিম্বাবুয়ের বিরুদ্ধে হোম সিরিজে বাংলাদেশের জয়জয়কার। শুরুতেই একমাত্র টেস্টে ইনিংসে জয়। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার আনন্দ। আত্মবিশ্বাসী সূচনা হয়েছিলো টি-টোয়েন্টি সিরিজেও। গতকাল সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ জিতে জিম্বাবুয়েকে ‘ক্লিন সুইপ’ করলো লাল-সবুজের দল। ম্যাচ জিতলো ৯ উইকেটে। [৩] মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে যায় জিম্বাবুয়ে। স্বাগতিক বোলারদের তোপের মুখে এগুতে পারেনি জিম্বাবুয়ানরা। ৭ উইকেটে ১১৯ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। এরপর ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ১২০ রান করে অনায়াস জয় তুলে নেয় টাইগার সেনারা। এই জয়ে প্রথমবারের মতো কোনো দলের বিপক্ষে তিন সংস্করণেই সিরিজ জেতার কীর্তি গড়লো বাংলাদেশ।