এল আর বাদল : [২] মহামারি এই ভাইরাসের কারণে বিশ্বের সব দেশেই খেলাধুলা বন্ধ রয়েছে। ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপ থেকে কোপা আমেরিকার আসর পিছিয়ে দেওয়া হয়েছে। এমন অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পাশে দাঁড়িয়েছে বিশ্ব ফুটবলের শাসক সংস্থা ফিফা। স্বাস্থ্য সংস্থাকে করোনার বিপক্ষে লড়াইয়ের জন্য ১০ মিলিয়ন (১ কোটি) ডলার অনুদান দিয়েছে তারা। [৩] এই ভাইরাস রুখতে দুই সংস্থা এক সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। এমন সঙ্কট মোকাবেলায় সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব ফুটবলের প্রধান। পাশাপাশি আক্রান্ত ফুটবল সংশ্লিষ্টদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ফিফা বস। [৪] ইনফান্তিনো আরো বলেন, করোনায় আক্রান্ত ফুটবল সংশ্লিষ্টদের সহায়তা করার জন্য একটি বিশ্বব্যাপী সহায়তা তহবিল প্রতিষ্ঠা করতে যাচ্ছি আমরা। সম্পাদনা : রেজাউল
আশাকরি ফুটবল পরিবারের সবাই এতে এগিয়ে আসবেন।