নিজস্ব প্রতিবেদক : [২] করোনার দুর্দিনে সবাই সাধ্য মতো দেশের মানুষের পাশে দাঁড়াচ্ছেন। ক্রিকেটাররাও সেই যুদ্ধে শামিল হয়েছেন। কখনো একক প্রচেষ্টায় আবার কখনো যৌথভাবে। করোনা সঙ্কটে অভাবী মানুষের মুখে হাসি ফোটাতে চলছে টাইগারদের নানামুখী মহতী উদ্যোগ। এরকমই এক উদ্যোগ দেখে আপ্লুত হয়েছেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল।
[৩] করোনা বিপর্যয়ের শুরু থেকে নারায়ণগঞ্জে নিজের এলাকায় দুস্থ মানুষকে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করে যাচ্ছেন টাইগার ক্রিকেটার নাজমুল ইসলাম অপু। মাঠের লড়াইয়ে নাগিন ডান্স যার ট্রেডমার্ক উইকেট উদযাপন। শুরুতে ব্যক্তিগত উদ্যোগে গরীব-দুঃখী মানুষকে সাহায্য করেছেন। তার এ ভালো কাজে অংশীদার হয়েছেন দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিমও।
[৪] তামিমের চোখে সত্যিকারের মানুষ হয়ে উঠা ক্রিকেটার নাজমুল ইসলাম নিজ হাতে চাল মেপে দিচ্ছেন। সেই ছবি দিয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম তার অফিসিয়্যাল ফেসবুক পেজে লিখেন, ছবিতে নিজ হাতে চাল মেপে দিচ্ছেন যিনি, মানুষটিকে আপনারা অনেকেই চেনেন। মাঠে তার সেলিব্রেশন আপনাদের আনন্দ দিয়েছে অনেক সময়। এখন সে কাজ করে চলেছে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে।
[৫] ‘নারায়ণগঞ্জে করোনা শুরুর সময় থেকেই অপু নিরলসভাবে কাজ করে চলেছে। যতটুকু পেরেছে ও অন্যদের সহায়তা নিয়ে দিনের পর দিন দুঃস্থদের সহায়তা দিয়ে চলেছে। আমি সাধ্যমতো চেষ্টা করেছি ওকে সহায়তা করার। এই প্রবল দুর্যোগের সময় দেশজুড়ে আরও অসংখ্য মানুষ এভাবে অসহায়দের পাশে দাঁড়িয়েছে। অপুর যে দিকটি আমার খুব ভালো লেগেছে, সে উদ্যোগ নিয়েছে তো বটেই, নিজেই সবকিছু জোগাড় করে, মেপে, প্যাকেট করে, মানুষের দুয়ারে পৌঁছে দিচ্ছে। একবার-দুবার নয়, বারবার।