স্পোর্টস ডেস্ক : [২] এখন ভারতীয় দলে দরকার একাধিক ম্যাচ উইনার আছে। তাই তাদের এই নির্ভরতা কাটিয়ে উঠতে হবে। এমনটাই মনে করেন জাতীয় দলের কক্ষপথ থেকে ছিটকে যাওয়া তারকা অফ-স্পিনার হরভজন সিং।
[৪] এপ্রিল শেষ হওয়ার দিকে চলে আসলেও মাঠে গড়ায়নি এ বছরের আইপিএল। মহামারী করোনা সব হিসেব-নিকেশ যেন ওলট-পালট করে দিয়েছে। বাইশ গজ ছেড়ে তাই অগত্যা গৃহবন্দি ক্রিকেটাররা। কিন্তু প্রযুক্তি তো আর আটকে নেই। তাই ঘরে বসেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে লাইভ চ্যাট সেশনে বৃহস্পতিবার আড্ডা জমেছিল রোহিত এবং হরভজনের। সেখানেই জাতীয় দল সম্পর্কে তার ব্যক্তিগত মতামত পোষণ করেন ‘টার্বুনেটর’। ইন্ডিয়ান এক্সপ্রেস
[৫] লাইভ চ্যাট সেশনে দলের তরুণ ক্রিকেটারদের নিয়েও তার উপলব্ধির কথা জানিয়েছেন তারকা স্পিনার। ‘দলের তরুণ ক্রিকেটাররা দলে তাদের জায়গা খোয়ানো নিয়ে অনেক বেশি চিন্তিত। সে কারণেই তাদের পারফরম্যান্সে সেরাটা বেরিয়ে আসছে না।’ মনে করেন হরভজন।
[৬] তবে সাম্প্রতিক সময়ে সংক্ষিপ্ত ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে কেএল রাহুলের পারফরম্যান্স তাঁকে আশ্বস্ত করেছে বলে জানান ভাজ্জি। দক্ষিণী ব্যাটসম্যানের প্রশংসা করে চেন্নাই সুপার কিংস তারকা জানান, ‘রাহুল একজন সম্ভাবনাময় ক্রিকেটার। বিরাট কোহলি এবং রোহিত শর্মা ছাড়াও ওর মধ্যে একজন ম্যাচ উইনারের যাবতীয় রসদ রয়েছে। পাঁচ হোক কিংবা ছয়, যে কোনও পজিশনে ব্যাট করতে স্বচ্ছন্দ ও। আবার টপ অর্ডারেও সমান সাবলীল। এনডিটিভি সম্পাদনা : আক্তারুজ্জামান