স্পোর্টস ডেস্ক : [২] করোনার জেরে সারা বিশ্বে বাইশ গজে প্র্যাকটিস বা ম্যাচ বন্ধ। কিন্তু প্রতিশ্রুতিময় ক্রিকেটারদের জন্য এবার অনলাইনে ক্রিকেট ক্লাসের ব্যবস্থা করতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোড। রোববার এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিসিবি। দেশটির তারকা ক্রিকেটাররা দেশের প্রতিশ্রুতিময় ক্রিকেটারদের অনলাইনে ক্লাস করাবেন।
[৩] জাভেদ মিয়াঁদাদ ও ওয়াসিম আক্রম থেকে শোয়েব আখতার। দেশের প্রথম সারির প্রত্যেক ক্রিকেটারকেই এই ক্লাসে অংশ নিতে দেখা যাবে বলে জানিয়েছে পিসিবি। করোনা ভাইরাসের কারণে সারা দেশে লকডাউন থাকলেও আইসিসির ক্রিকেট অপারেশ বিভাগের সঙ্গে সহযোগিতায় পাকিস্তান জাতীয় পুরুষ ক্রিকেট টিম ম্যানেজমেন্ট অনলাইন সেশনের ব্যবস্থা করতে চলেছে। সোমবার দুপুর থেকেই এই সেশন শুরু হবে।
[৪] মিয়াঁদাদ, আকরাম ও আখতার ছাড়াও অনলাইন সেশনে অংশ নেবেন মোহাম্মদ ইউসুফ, মঈন খান, মুশতাক আহমেদ, রশিদ লতিফ এবং ইউনিস খান-সহ আরও অনেক প্রাক্তন ক্রিকেটার তাদের সিরিজ বা ইভেন্টের আগে নেতৃত্বের কৌশল এবং অভিজ্ঞতা শেয়ার করবেন। সেশনকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। ব্যাটসম্যানদের জন্য মিয়াঁদাদ, ইউসুফ ও ইউনিস তিনটি পৃথক সেশনে প্রায় ২১ জন ব্যাটসম্যানের সঙ্গে কথা বলার বলবেন।
[৫] এই সেশনে আকরাম ও আখতারসহ মোট ১৩ জন ফাস্ট বোলার অংশ নেবেন। ছ’জন স্পিনারও অনলাইন সেশনে ক্লাস নেবেন। স্পিনারদের নেতৃত্ব দেবেন প্রাক্তন লেগ-স্পিনার তথা প্রাক্তন ইংল্যান্ড দলের স্পিনিং কোচ মুশতাক আহমেদ। পাঁচ জন উইকেটকিপারের ক্লাস নেবেন দুই প্রাক্তন উইকেটকিপার মঈন খান ও রশিদ লতিফ।
[৬] ব্যাটসম্যানদের ক্লাসে নেতৃত্ব দেবেন মিয়াঁদাদ। আইসিসি ক্রিকেট হল অফ ফেম’-এ জায়গা পাওয়া প্রাক্তন এই পাক ব্যাটসম্যান দেশের হয়ে ১৯৭৫ থেকে ১৯৯৬ পর্যন্ত খেলেছেন। ৩৫৭টি আন্তর্জাতিক ম্যাচে ১৬, ২১৩ রান করছেন কিংবদন্তি এই ব্যাটসম্যান।