স্পোর্টস ডেস্ক : [২] জাতীয় দলে কম্পিউটার অ্যানালিস্টরা ধীরে সুস্থে কাজ করার সুযোগ পেলেও ব্যস্ত সূচির ফ্র্যাঞ্চাইজি লিগে সেটা পায় না, এমনটা মনে করছেন শ্রীনিবাস চন্দ্রশেখরন। ডেইলি সানকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন শ্রীনিবাস।
[৩] শ্রীনিবাস বলেন, জাতীয় দলে আপনি অনেক সময় পাবেন। ধরেন ৮-১০ মাসের মতো। এ সময়ে আমরা একে অপরকে চিনে নিই, জেনে নিই। ফ্র্যাঞ্চাইজি লিগে আসর শুরু হওয়ার দশ দিন আগে আমরা একত্রিত হই। তাই শুরু থেকেই যোগাযোগ হওয়াটা গুরুত্বপূর্ণ।
[৪] ফ্র্যাঞ্চাইজিতে দলের সঙ্গে অনেক কম ম্যাচ থাকা হয়। জাতীয় দলে সেটা অনেক বেশি। এখানে আপনি ভ্রমণের সুযোগ পাবেন, পূর্বের রেকর্ডগুলো খতিয়ে দেখতে পারবেন। আর ফ্র্যাঞ্চাইজিতে আপনি আজকে ভ্রমণ করলে কাল ম্যাচ! তাই ফ্র্যাঞ্চাইজিতে শুধু আপনাকে প্রতিপক্ষ নিয়েই আলোচনা [৫] চালাতে হবে। জাতীয় দলে আপনি দুটোই করতে পারছেন। বাংলাদেশ জাতীয় দলের পাশাপাশি আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদে কম্পিউটার অ্যানালিস্ট হিশেবে কাজ করছেন শ্রীনিবাস। আইপিএলে শুরুর দিকে সমস্যায় পড়লেও বর্তমানে ভালো মতোই কাজ চালাচ্ছেন তিনি।
[৬] শ্রীনিবাস আরও বলেন, ফ্র্যাঞ্চাইজিতে অবশ্য একটা সুবিধাও আছে। ফ্র্যাঞ্চাইজিতে সবাই কয়েকজন মূল ক্রিকেটারকে রেখে দেয়। আমাদের সানরাইজার্স হায়দরাবাদকে দেখতে পারেন, যারা ৮-১০ ক্রিকেটারকে রেখে দিয়েছে। এরা প্রত্যেকে শেষ ৪-৫ বছর ধরে খেলছে। তাই ওদের সঙ্গে যোগাযোগ করা সহজ। প্রথম বছর অবশ্য কষ্ট হয়েছিল সেখানে। এখন খুব ভালো যোগাযোগ হয়।