নিজস্ব প্রতিবেদক : [২] করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়াচ্ছেন অনেকেই। বাদ যাননি ক্রীড়া তারকারাও। এই তালিকায় এবার যোগ দিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ।
[৩] করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে নিজের সবচেয়ে স্মৃতিময় জার্সিটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন দেশের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার আলফাজ। রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে।
[৪] নিলামের জন্য বাছাই করা ওই জার্সি পরেই আলফাজ ১৯৯৯ সাফ ফুটবলের ফাইনালে মাঠে নেমেছিলেন। ওই ম্যাচে তার করা একমাত্র গোলেই সেবার সাফ ফুটবলের শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ। স্বাভাবিকভাবেই জার্সিটির সঙ্গে তার অনেক সুখস্মৃতি জড়িয়ে আছেন। এমন এক স্মৃতিময় জার্সি এবার নিলামে তুলবেন বলে ঠিক করেছেন সাবেক এই স্ট্রাইকার। ১৯৯৫ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন আলফাজ। ১৩ বছরের ফুটবল ক্যারিয়ারে আলফাজ ৪টি শিরোপা জিতেছেন। তার মোট গোল সংখ্যা ১০৯টি। -বাফুফের অফিসিয়াল ফেসবুক থেকে