আক্তারুজ্জামান : [২] চলমান দুঃসময়ে কেউই হাত গুটিয়ে বসে থাকছেন না। যে যেভাবে পারছেন সহযোগীতা করছেন। এর শুরুটা করেছিলেন ক্রিকেটাররা, তাদের বেতনের অর্ধেক দান করার মধ্য দিয়ে। এরপর একে একে ব্যক্তিগত সহযোগীতা করেছেন অনেকে। এরপর শুরু হয়েছে ব্যক্তিগত প্রিয় জিনিস নিলামে বিক্রি করে তার পুরো অর্থ তহবিলে দেয়া। মুশফিক শুরুতে ঘোষণা দিলেও প্রথম নিলাম সম্পন্ন হয়েছে সাকিবের ব্যাটের।
[৩] প্রথম ঘোষণাটা এসেছিল মুশফিকুর রহিমের কাছ থেকে। টেস্টে নিজের এবং দেশের প্রথম ডাবল সেঞ্চুরির ঐতিহাসিক ব্যাটটি নিলামে তোলার কথা জানিয়েছিলেন তিনি। এরপর সাকিব নিলামে তোলেন তার গত বিশ্বকাপের স্মৃতিমাখা ব্যাট। প্রিয় স্মারক নিলামে তোলার তালিকায় আছেন মাশরাফি, আশরাফুল, লিটন, সৌম্য, তাসকিন, এনামুল হক বিজয়, সাইফউদ্দিন, মোসাদ্দেক, তাসকিনরা।
[৪] সাকিবের পর ‘অকশন ফর অ্যাকশন’ নামের ওই অনলাইন প্লাটফর্মের মাধ্যমে নিজের একটি স্মারক নিলামে তুলবেন মাশরাফিও। দীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশের অনেক সাফল্যের নায়ক এই সাবেক অধিনায়ক জানিয়েছেন, তিনি তার ১৬ বছরের প্রিয় এক স্মারক নিলামে তুলবেন।
[৫] ২০০৫ সালে অতিমানবীয় আশলাফুলে ভর কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। যে ব্যাট দিয়ে দ্যুতি ছড়িয়ে সেঞ্চুরি করে বাংলাদেশকে জিতিয়েছিলেন আশরাফুল, ইতিহাস গড়া সেই ব্যাটই নিলামে তুলতে যাচ্ছেন তিনি। একই সঙ্গে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক টেস্টে সেঞ্চুরি করা ব্যাটটিও নিলামে তোলার চিন্তা আছে আশরাফুলের।
[৬] সাকিব, মাশরাফির মতো ‘অকশন ফর অ্যাকশন’ প্লাটফর্ম ব্যবহার করছেন আরও কয়েকজন ক্রিকেটার। ২০১৮ সালে দুবাইতে এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে যে ব্যাট দিয়ে সেঞ্চুরি করেছিলেন, সেটা নিলামে তুলবেন লিটন।
[৭] ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৪ বলে করা ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির ব্যাট নিলামে দিচ্ছেন সৌম্য।
[৮] ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে হ্যাটট্রিক করেছিলেন তাসকিন। বিরল কীর্তির মূলে থাকা সেই বলটি নিলামে তুলছেন তিনি।
[৯] ২০১৪ সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন এনামুল। ওই ইনিংসের ব্যাটটি নিলামে ওঠাবেন তিনি।
[১০] ক্রিকেটাররা ছাড়াও প্রয়াত ফুটবলার মোনেম মুন্না ও সাবেক তারকা আলফাজ আহমেদের জার্সিও নিলামে উঠছে একই প্লাটফর্মের মাধ্যমে। এছাড়া সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবুও তার একটি জার্সি নিলামে তোলার কথা জানিয়েছেন।
[১১] ২০০২ সালে কমনওয়েলথ গেমসে সোনার পদক জিতে দেশের মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন শূট্যার আসিফ হোসেন খান। এবার সেই পদকটি নিলামে তুলে মানুষের মুখে আহার তুলে দিনে চান তিনি।
[১২] এভাবেই দেশের দুঃসময়ে মানুষের পাশে থাকছেন দেশের ক্রীড়াবিদরা।