এল আর বাদল : ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি যার পর নাই পরিকল্পনা সাজাতে শুরু করেছে বার্সা তারকা লিওনেল মেসিকে দলে ভেড়াতে। এই মুহূর্তে চুক্তির নানা পরিকল্পনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ক্লাব কর্মকর্তারা। এই গ্রীষ্মেই বার্সেলোনা ছাড়তে চান আর্জেন্টাইন তারকা। নিজের সিদ্ধান্তের কথা গত সপ্তাহেই বার্সেলোনাকে জানিয়ে দিয়েছেন মেসি। এরপর থেকেই শোনা যাচ্ছে মেসিকে দলে ভেড়াতে ম্যানসিটি বেশ এগিয়ে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সিটি ৫ বছরের জন্য চুক্তির প্রস্তাব করেছে মেসিকে।
স্প্যানিশ মিডিয়া মার্কা তাদের প্রতিবেদনে বলেছে, চুক্তিটি দুটি সময়কালে বিভক্ত থাকবে। তিন বছর প্রিমিয়ার লিগে ম্যানসিটির হয়ে খেলতে হবে মেসিকে। দুই বছর খেলতে হবে সিটি গ্রুপের আরেক ক্লাব নিউ ইয়র্ক সিটি এফসির হয়ে, মেজর লিগ সকারে।
কর পরিশোধের আগে প্রতি মৌসুমে মেসির আয় হবে ১০০ মিলিয়ন ইউরো। ৫ বছরে মোট চুক্তির পরিমাণ হবে ৭৫০ মিলিয়ন ইউরো। মৌসুম প্রতি ১০০ মিলিয়ন ইউরো হলে ৫ বছরে অঙ্ক দাঁড়ায় ৫০০ মিলিয়ন ইউরো। বাকি ২৫০ মিলিয়ন ইউরো মেসি পাবেন নিউ ইয়র্ক সিটিতে যোগ দেওয়ার সাইনিং বোনাস হিসেবে। এই ধরনের চুক্তি ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে বিধি ভঙ্গের জটিলতা এড়াতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে। সূত্র : মার্কা