ইয়াসিন আরাফাত : শুক্রবার রাজধানীর কারওয়ানবাজার, রায়ের বাজার, ঝিগাতলা কাঁচা বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বাজারগুলোতে প্রায় আগের দামেই বিক্রি হচ্ছে সব সবজি। আর খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। পাইকারি বাজারে তা বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়। এছাড়া বাজারে চালের দাম কিছুটা বেড়েছে। অন্যদিকে বাজারে মুরগির দাম গেল সপ্তাহের চেয়ে কিছুটা কমলেও মাংসের দাম অপরিবর্তীতই আছে।
বাজারে দেশি পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৬২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সবজির মধ্যে বেগুন ৮০ থেকে ১২০টাকা , ঝিঙা ৫০, বরবটি ৬০, পটল ৬০, টমেটো ১০০ ও গাজর ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে।পাশাপাশি পেঁপে ৪০, ঢেরশ ৬০, বরবটি ৯০, পটল৬০, সিম ১৬০, বেগুন ৮০ থেকে ১২০ ও করলা ৯০, শসা ৫০ থেকে ৮০ টাকা ও কাঁচামরিচ ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর লেবু বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা হালিতে। এছাড়া দেশি পেঁয়াজ ৯০-১১০ টাকা, রসুন ৯০ থেকে ১২০ টাকা ও আদা ২০০ থেকে ২৬০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।
এছাড়া বাজারে চালের দাম আগের চেয়ে কিছুটা বেড়েছে। বর্তমানে খুচরা বাজারে মিনিকেট ৫৩ থেকে ৫৫ টাকা, আটাশ ৪৬ থেকে ৪৭ টাকা, নাজিরশাইল ৫৫ থেকে ৫৮ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর পাইকারি বাজারে প্রতি বস্তা (৫০ কেজি) মিনিকেট চালের দাম পড়ছে ২৬০০ থেকে ২৬৫০ টাকা, আটাশ ২৩০০ থেকে ২৩৫০ টাকা ও নাজিরশাইল ২৬০০ থেকে থেকে ২৭০০ টাকা।
এদিকে, বাজারগুলোতে গরু ৫৫০-৬০০ ও খাশি ৯০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর ব্রয়লার মুরগি ১২০ টাকা, পাকিস্তানি কর্ক ২২০ টাকা ও সাদা কর্ক ২১০ ও দেশি মুরগি ৪৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সম্পাদনা : শোভন দত্ত