জেরিন আহমেদ : রোববার সকাল থেকে এখনও হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়নি। এর আগে শনিবার বিকেলে ভারতে আটকে পড়া পেঁয়াজবাহী ১১টি ট্রাক হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে। আমদানি করা প্রায় ২৩০ টন পেঁয়াজের মধ্যে অর্ধেক পেঁয়াজই পঁচে গেছে। অপেক্ষমান আরও দেড় শতাধিক ট্রাকের পেঁয়াজেও পচন ধরেছে বলে জানান ব্যবসায়ীরা। এদিকে ট্রাকের ছাড়পত্র নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা।
এছাড়া, কয়েক দিন ধরে বেনাপোল স্থলবন্দরে অপেক্ষমাণ ট্রাকভর্তি পেঁয়াজ পচে যাওয়ায় রপ্তানিকারকরা শনিবারই সেগুলো ফেরত নিয়ে গেছে। আর ছাড়পত্র না থাকায় সোনামসজিদ স্থলবন্দরের ওপারে থাকা শতাধিক ট্রাক ঢোকা নিয়েও দেখা দিয়েছে সংশয়।
এদিকে, হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করার একদিন পর আবারও আজ রোববার থেকে রপ্তানি বন্ধ হয়ে গেছে। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ এর সত্যতা নিশ্চিত করেছেন।
ভারতীয় ব্যবসায়ীরা বলছেন, গত ১৪ সেপ্টেম্বরের আগে যেসব পেঁয়াজের এলসি করা ছিল, মূলত সেসব পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছিল ভারত সরকার।এ কারণে গতকাল শনিবার বাংলাদেশে প্রায় ৩০০ টন পেঁয়াজ রপ্তানি করা হয়েছে। বাকি যে ১০ হাজার টনের জন্য এলসি করা আছে, সেসব পেঁয়াজ রপ্তানির জন্য নতুন করে ভারত সরকারের অনুমতি লাগবে। এখন পর্যন্ত অনুমতি না হওয়ায় আজ থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানি করা হবে না।
ভারত থেকে পেঁয়াজ আসার খবরে দফায় দফায় পাইকারি বাজারে কমছে পেঁয়াজের দাম। তিনদিনে পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম কেজিতে কমেছে ২৫ টাকা পর্যন্ত। আমদানি করা ভারতীয় পেঁয়াজের দাম কমেছে ১০ টাকা। ভারতের পেঁয়াজ আড়তে পৌঁছালে দাম আরও কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, হুট করে ভারত রফতানি বন্ধ করায় পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যায়। ফলে পাইকারিতে বিক্রি শূন্যের কোঠায় নামে। স্টোর বোঝায় পেঁয়াজ নিয়ে ক্রেতারা বসে থাকছেন কিন্তু ক্রেতা আসছে না।রোববার বিকালের মধ্যে এসব পেঁয়াজ শ্যামবাজারের পৌঁছাতে পারে। আড়তে পৌঁছালে দাম আরও কমবে।
বৃহস্পতিবার থেকে ক্রেতা সঙ্কট দেখা দেয় পেঁয়াজের বাজারে। যার প্রভাবে পাইকারি বাজারে কমে পেঁয়াজের দাম। বৃহস্পতি ও শুক্রবার দুই দফায় দাম কমে পাইকারিতে পেঁয়াজের কেজি ৭৭ টাকায় নামে। এ পরিস্থিতিতে খবর আসে নিষেধাজ্ঞার আগে রফতানির অনুমতি পাওয়া ২৫ হাজার টন পেঁয়াজ বাংলাদেশকে দেয়ার অনুমতি দিয়েছে ভারত। এতেই শনিবার দেশি ও আমদানি করা উভয় ধরনের পেঁয়াজের দাম আরও কমে যায়। আর পেঁয়াজ বোঝায় ট্রাক ভারত থেকে বাংলাদেশের সীমানায় প্রবেশ করায় আজ পাইকারিতে পেঁয়াজের দাম আরও কমল। সূত্র: সময় টিভি, আরটিভি, জাগো, ডিবিসি নিউজ।