• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা

সিলেটের দুই গ্যাস কোম্পানি থেকে মুনাফা ৪শ কোটি টাকা

প্রকাশের সময় : November 25, 2021, 12:01 am

আপডেট সময় : November 25, 2021 at 10:24 am

জহিরুল ইসলাম : সিলেটের দুটি গ্যাস কোম্পানি গেল অর্থবছরে প্রায় চারশ কোটি টাকা মুনাফা করেছে। অর্জিত মুনাফা জমা দেয়া হয়েছে সরকারি কোষাগারে।

কোম্পানি দুটির সাধারণ সভায় এ তথ্য জানানো হয়। কোম্পানি দুটি হচ্ছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) ও জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)।

জালালাবাদ গ্যাস সূত্র জানায়, ২০২০-২০২১ অর্থ বছরে কোম্পানি ৪ হাজার ৯১ দশমিক ৩১৯ মিলিয়ন ঘনমিটার গ্যাস বিক্রি করে। গ্যাস বিক্রি থেকে এক বছরে আয় হয় ২ হাজার ৮২৮ দশমিক ৫৯ কোটি টাকা। এছাড়া অন্যান্য সেবা থেকে আয় হয় ১৯১ দশমিক ১৫ কোটি টাকা। সবমিলিয়ে কোম্পানির আয় দাঁড়ায় ৩ হাজার ১৯ দশমিক ৭৪ কোটি টাকা। ব্যয় বাদ দিয়ে কোম্পানির কর পূর্ব মুনাফার পরিমাণ ছিল ২৬৩ দশমিক ৯৫ কোটি টাকা। আর লভ্যাংশ, আয়কর, আমদানী শুল্ক ও ডিএসএলসহ সরকারি কোষাগারে জমা দেয়া হয় ১৬৬ দশমিক ৮৮ কোটি টাকা। যা গেল বছরের তুলনায় ২৫ দশমিক ৫৪ কোটি টাকা বেশি। গেল অর্থবছরে এই মুনাফার পরিমাণ ছিল ১৪১ দশমিক ৩৪ কোটি টাকা।

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) সূত্র জানায়, এ বছর (অর্থবছর ২০২০-২০২১) প্রাকৃতিক গ্যাস, গ্যাস উপজাত কনডেনসেট, পেট্রোল, ডিজেল, কেরোসিন, অকটেন ও এনজিএল উৎপাদন এবং বিক্রির মাধ্যমে কোম্পানির আয় হয় ৫৮২ দশমিক ১২ কোটি টাকা। আর সম্পূরক শুল্ক, মূসক, আয়কর, লভ্যাংশ ও ডিএসএলসহ সরকারি কোষাগারে জমা দেয়া হয় ৩৮০ দশমিক ৫২ কোটি টাকা। আর সকল ব্যয় বাদ দিয়ে গেল অর্থবছরে কোম্পানির নিট মুনাফার পরিমাণ ১৯৮ দশমিক ৯২ কোটি টাকা ছিল বলে জানিয়েছে কোম্পানিটি।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

news@amaderOrthoneeti.com

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)