ভিকি-ক্যাটের বিয়ের ফুটেজ ৮০ কোটি রুপিতে বিক্রি
রাশিদ রিয়াজ : ভারতে ভিকি-ক্যাটের বিয়ের ফুটেজের স্বত্ব কিনতে ১শ কোটি রুপির অফার দেওয়ার পর দফা রফা হয় এদরে। বিনোদনের জগতে এই মুহূর্তে ভারতে সব চেয়ে আলোচিত টপিক ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ে। টাইমস অব ইন্ডিয়া
তাদের বিয়ের ছবিগুলো প্রকাশ করবে ভোগ ইন্ডিয়া। বিয়েতে আমন্ত্রিত অতিথিরা কেউ কোনো ছবি তুলতে পারবেন না, এই শর্তে চুক্তিপত্রে স্বাক্ষর করে মুঠোফোন জমা দিয়ে তবেই ‘বিয়ে দাওয়াতে’ যাবেন আমন্ত্রিত অতিথিরা। বিয়ের চার দিনের সব আয়োজন শেষ না হওয়া পর্যন্ত কেউ রিসোর্টের বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগও রাখতে পারবেন না। অর্থাৎ, বিয়েবাড়িতে এসে আক্ষরিক অর্থে বন্দী হয়ে যাবেন তারা। নাম গোপন রাখার শর্তে একাধিক দাওয়াত পাওয়া অতিথি জানিয়েছেন, এই ধরনের নিষেধাজ্ঞায় তারা মানসিকভাবে চাপ অনুভব করেছেন। কেউ কেউ বিরক্তিও প্রকাশ করেছেন। তবু বিয়ের আমন্ত্রণ বলে কথা! হাসিমুখেই বিয়েতে যাবেন তারা। মিড ডে’র প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিমের ট্রেন্ড ফলো করে বেশ কিছুদিন ধরেই নাকি অ্যামাজম প্রাইম বলিউড বিয়ের ফুটেজ দর্শকদের দেখানোর কথা ভাবছিল। অবশেষে ভিকি-ক্যাটরিনার ফেয়ারিটেল ওয়েডিং দিয়েই শুরু হচ্ছে এই ভেঞ্চারের। ভিকি ও ক্যাটরিনার সঙ্গীত ও মেহেন্দির অনুষ্ঠানে নাকি একটা পয়সাও খরচও হচ্ছে না দুই তারকার। পুরো দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে অ্যামাজম প্রাইম। এমনকি শঙ্কর-এহসান-লয় এবং অন্যান্য শিল্পীদের পারফর্মেন্সের খরচও দেবে অ্যামাজম।
দু’তরফের পরিবার এবং নিকট বন্ধুবান্ধবদের নিয়ে সিক্স সেসসেস ফোর্ট বারাওয়ারাতে চুটিয়ে আনন্দ করছেন তারকা দম্পতি। কিন্তু এই সব হই হুল্লোড়ের মধ্যেই সামনে এল বেশ ইন্টারেস্টিং একটি খবর। জানা গিয়েছে কেল্লায় পৌঁছানোর পরই অতিথিদের হাতে স্পেশাল হ্যাম্পার তুলে দেওয়া হয় ক্যাট ও ভিকির তরফ থেকে। সেই হ্যাম্পারের একটি ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গিফ্ট হ্যাম্পারের সঙ্গে রয়েছে একটি নোটও। আর তাতেই স্পষ্ট করে লেখা আছে অতিথিরা এই ক’দিন কী করতে পারবেন আর কী পারবেন না।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশলের বিয়ে নিয়ে অসংখ্য মিম। রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট হোটেলের দিকে তাক করা হাজারো ক্যামেরা। ১৪ শতকে নির্মিত দুর্গটি হাইপ্রোফাইল এই বিয়ে উপলক্ষে সেজে উঠেছে। এই মুহূর্তে এটিই ভারতের সবচেয়ে কড়া নিরাপত্তা প্রহরায় থাকা প্রাসাদ। গোপনীয়তার চূড়ান্ত করে বিয়ে করছেন তারা। মজার বিষয় হচ্ছে, এখন পর্যন্ত এই দুজন বা তাদের পরিবারের কেউ নিশ্চিত করেননি বিয়ের খবর। তবে যা কিছু ঘটছে, তার সবই নির্দেশ করছে একটা দিকেই, শীত পেরিয়ে এবারের বসন্ত ভিকি আর ক্যাটরিনার! বিয়ের পর আপাতত ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের হানিমুনের সময় নেই।
হলিউডে এ ধরনের ঘটনা হরহামেশাই ঘটে। প্রেমের ছবি, বাগদানের ছবি, বিয়ের ছবি, গর্ভাবস্থার ছবি, সন্তানের ছবিগুলো কোটি কোটি টাকায় বিক্রি হয়। আর এ ক্ষেত্রে বিশ্বরেকর্ড আছে অ্যাঞ্জেলিনা জোলি আর ব্র্যাড পিট জুটির। তাদের যমজ সন্তান ভিভিয়েন আর নকসের ছবি হ্যালো ম্যাগাজিনকে বিক্রি করেছিলেন ১১৯ কোটি ৮ লাখ রুপিতে (১৪ মিলিয়ন ডলারে)।