ইমরুল শাহেদ : ছবিটির পরিবেশক সনি কর্পোরেশন সোমবার বলেছে, ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ এক সপ্তাহে ব্যবসায়ের সকল রেকর্ড ভঙ্গ করে ২৬০ মিলিয়ন ডলার আয় করেছে। এই ব্যবসা শুধু য্ক্তুরাষ্ট্র এবং কানাডাতেই। মহামারি উত্তর এতো দর্শক আগের আর কোনো ছবি টানতে পারেনি। হলিউডের সুপারহিরো অ্যাডভেঞ্চারের তালিকায় এই ছবিটি এখন পর্যন্ত দ্বিতীয় স্থানে রয়েছে বলে জানিয়েছে ছবিটির পরিবেশক।
এর আগে ২০১৮ সালে ‘অ্যাভেঞ্জার : ইনফিনিটি ওয়র’ ছবিটি ব্যবসা করেছিল ২৫৮ মিলিয়ন ডলার। বিশ্ববাজারে ‘নো ওয়ে হোম’ ছবিটির জন্য ৬০০.৮ মিলিয়ন ডলার টার্গেটের মধ্যে ৩৪০.৮ মিলিয়ন ডলারের টিকিটই বিক্রি হয়ে গেছে। রোববার ছবিটির পরিবেশক সনি কর্পোরেশন আগাম বলেছিল যে, এই ছবিটি এক সপ্তাহে স্থানীয় বাজার থেকে আয় করবে ২৫৩ মিলিয়ন ডলার এবং বিশ্ববাজার থেকে আয় করবে ৫৮৭.২ মিলিয়ন ডলার। সোমবার টিকিট বিক্রির যে অংক বলা হয়েছে সেটা বৃহস্পতিবার থেকে রোববার রাত পর্যন্ত টিকিট বিক্রির হিসাব।
২০১৯ সালে বছরের প্রথম ছবি হিসেবে মুক্তি পাওয়া ‘অ্যাভেঞ্জার্স: এ্যান্ডগেইম’ ছবিটি প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র ও কানাডার বাজার থেকে আয় করেছিল ৩৫৭ মিলিয়ন ডলার। টম হল্যান্ড ও জেনদায়া তারকায়িত ‘নো ওয়ে হোম’ ছবিটি বলতে গেলে কোভিড-১৯ মহামারিতে বন্ধ থাকা সিনেমা হলগুলোর প্রাণ ফিরিয়ে দিতে ভূমিকা রাখছে। বিশেষ করে ওমিক্রনের হুমকি থাকা সত্ত্বেও অনেকদিন বন্ধ থাকা এএমসি এন্টারটেইনমেন্ট ও সিনেমার্ক হোল্ডিংস উজ্জীবিত হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, সুপারহিরো ধরনের ছবিগুলোর প্রতি মানুষের আগ্রহ ব্যাপক। ঘরে বসে কেউ এই ছবিটির এসট্রিমিং দেখতে পারছেন না।
সিনেমা হলে গিয়েই দর্শককে ছবিটি উপভোগ করতে হচ্ছে। এই ছবিটির সঙ্গে অন্যান্য ছবিগুলোর দর্শক টানতে বেগ পেতে হচ্ছে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, পরিচালক গুইলারমো ডেল টরসের থ্রিলার ‘নাইটমেয়ার এলি’ ছবিটি এক সপ্তাহে মাত্র ৩ মিলিয়ন ডলার আয় করেছে। সূত্র : ইয়ন