লিহান লিমা : মুক্তির মাত্র ১২ দিনের মাথায় মহামারী কালীন এই সময়ে বক্স অফিসে হাইয়েস্ট গ্রসিং ফিল্ম হিসেবে রেকর্ড করেছে স্পাইডারম্যান : নো ওয়ে হোম। এর টিকেট বিক্রির অর্থ দাঁড়িয়েছে ১৫০ কোটি ডলারে। যদিও বিশ্ব চলচ্চিত্রের মূল বাজার চীনে এখনো সিনেমাটি মুক্তিই পায় নি। বিবিসি
ছবিটির যৌথ প্রযোজনা করেছে সনি এবং ডিজনি। ২০১৫ সালে স্পাইডারম্যান সিনেমার স্বত্ত্বে অংশীদারিত্বে আসে ডিজনী, মার্ভেল স্টুডিও এবং সনি। সিনেমায় স্পাইডার ম্যান চরিত্রে আসে পিটার পার্কারের অভিনয় করেছেন টম হল্যান্ড। এমজে চরিত্রে জিনদায়া এবং ডক্টর স্ট্রেঞ্জ এর ভূমিকায় আচেন বেনেডিক্ট কাম্বারব্যাচ।
সর্বশেষ এই রেকর্ড গড়েছিলো ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবি স্টার ওয়ার্স : দ্য রাইস অব স্কাইওয়াকার। ছবিটি আয় করেছিলো ১০০ কোটি ডলার।