ইমরুল শাহেদ : এই ছবিটির প্রথম পর্ব মুক্তি পায় ২০২১ সালে। সেটিও সুপার-ডুপার হিট করেছিল। চীনের এই ছবিটি মুক্তি পায় এ সপ্তাহেই। বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনে ছবিটি আয় করেছে ২০০ মিলিয়ন ডলার। মুক্তি প্রথম দিনেই আয় করেছে ১০৫ মিলিয়ন ডলার। পরদিন আয় করেছে ৮৪.৫ মিলিয়ন ডলার। তৃতীয় দিনে আয় করেছে ২৬.১ মিলিয়ন ডলার।
গত বছর এই ছবিটির প্রথম পর্ব আয় করেছে ৯০২ মিলিয়ন ডলার। এই ছবিটি হলো চীনা চলচ্চিত্রের সর্বাধিক ব্যবসা সফল। এখন ব্যবসায়ী মহলে বলাবলি হচ্ছে, গত বছরের ব্যবসায়িক তালিকায় এক নাম্বারে রয়েছে ‘স্পাইডারম্যান : নো ওয়ে হোম’।
এর পরের স্থানটিই চীনা এই ছবিটির। কোরিয়ান যুদ্ধের পটভূমিকায় সোজিন রিজার্ভয়ারে যে যুদ্ধ ইতিহাসে লিপিবদ্ধ আছে, তার ওপর ভিত্তি করেই এই ছবিটি নির্মিত হয়েছে। ‘দি ব্যাটল এট লেক চেংজিং ২’ পরিচালনা করেছেন চেন কাইগে, সুই হার্ক এবং দান্তে লাম এবং অভিনয় করেছেন উ জিং, জ্যাকসন ই এবং ডুয়ান ইহং। ছবিটির উইকিপিডিয়ায় উল্লেখ করা হয়েছে, চীনের সবচেয়ে ব্যয়বহুল ছবি এটি। নির্মাণে ব্যয় হয়েছে দুশো মিলিয়ন ডলার, যা ছবিটি মুক্তির প্রথম তিন দিনেই উঠে এসেছে।
ছবিটির গল্প সরবরাহ করেছে চীনা কমিউনিস্ট পার্টির প্রোপাগান্ডা ডিপার্টমেন্ট। এই ছবিটি বিশ্ববাজার থেকেই আয় করেছে ৯১৩ মিলিয়ন ডলার। চীনা ভাষায় নির্মিত এই ছবিটি বিশ্ববাজারকে নাড়া দিতে পারায় ছবিটির নির্মাতারা খুব খুশি। ছবিটি চীনসহ বিশ্বজুড়ে মুক্তি পায় ১ ফেব্রুয়ারি। সূত্র : ইয়ন