• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

বিনোদন

অস্কারের চূড়ান্ত মনোনয়ন ঘোষণা

প্রকাশের সময় : February 10, 2022, 12:01 am

আপডেট সময় : February 10, 2022 at 11:17 am

ইমরুল শাহেদ : মঙ্গলবার সকালে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় পুরস্কার ৯৪তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার ২০২২-এর চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়েছে। এর মধ্যে জেইন ক্যাম্পিয়ন পরিচালিত ‘দি পাওয়ার অব দি ডগ’ ১২ শাখায় এবং ডিনিস ভিলেনিউভ পরিচালিত ‘ডিউন’ ১০ শাখায় মনোনয়ন পেয়েছে। পুরস্কার প্রদান করা হবে হলিউডের ডলবি থিয়েটারে ২৭ মার্চ।

যেসব ছবি ২০২১ সালের ১ মার্চ থেকে ৩১ ডিসেম্বরের মুক্তি পেয়েছে মনোনয়ন তালিকায় সেগুলোর নামই রাখা হয়েছে। সেরা অভিনেতা হিসেবে ৫ জন এবং সেরা অভিনেত্রী হিসেবে ৫ জন মনোনয়ন পেয়েছেন।
সিনেমা: বেলফ্যাস্ট, কোডা, ডোন্ট লুক আপ, ড্রাইভ মাই কার, কিং রিচার্ড, ডিউন, নাইটমেয়ার অ্যালে, লিকোরিস পিৎজা, দ্য পাওয়ার অব দ্য ডগ, ওয়েস্ট সাইড স্টোরি।

সেরা পরিচালক: স্টিভেন স্পিলবার্গ, কেনেথ ব্রা২নাঘ, পল থমাস অ্যান্ডারসন, জেন ক্যাম্পিয়ন, রাইসুক হ্যামাগুচি।
সেরা অভিনেতা: উইল স্মিথ, ডেনজেল ওয়াশিংটন, জাভিয়ের বারডেম, বেনেডিক্ট কাম্বারব্যাচ, অ্যান্ড্রু গারফিল্ড।
অভিনেত্রী: জেসিকা চ্যাস্টেইন, অলিভিয়া কোলম্যান, পেনেলোপ ক্রুজ, নিকোল কিডম্যান, ক্রিস্টেন স্টুয়ার্ট।
¯œাব ও সারপ্রাইজেস মনোনয়ন পেয়েছে লেডি গাগা ও জেয়ার্ড লেটো। সূত্র : নিউ্ইয়র্ক টাইমস

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)