জীবনী লিখতে রেকর্ড পরিমাণ সম্মানিতে চুক্তিবদ্ধ ব্রিটনি স্পিয়ার্স
ইমরুল শাহেদ : তিনি এখন মুক্ত বিহঙ্গের মতোই। তাই সিদ্ধান্ত নিয়েছেন নিজের জীবন নিয়ে বই লিখবেন। বইটিতে থাকবে তার জীবনের আদ্যোপান্ত। প্রেম, বিরহ, বিবাহ বহির্ভূত সম্পর্ক ইত্যাদি উপজীব্য তার সংগ্রামী জীবনের ঘটনা বইটিতে স্থান পাবে।
একটি প্রতিবেদনে জানা গেছে, এই বইটি প্রকাশের জন্য তিনি রেকর্ড পরিমাণ সম্মানিতে চুক্তিবদ্ধ হয়েছেন সাইমন অ্যান্ড সাস্টার প্রকাশনার সঙ্গে। এর পরিমাণ কত তা সঠিক জানা না গেলেও আনুমানিক অর্থের পরিমাণ হবে ১৫ মিলিয়ন মার্কিন ডলার।
খ্যাতিমান এই পপ তারকা বলেছেন, বিভিন্ন সম্পর্কের বিষয় ছাড়াও তার পরিবারের সঙ্গে সম্পর্ক, খ্যাতির শীর্ষে উঠে আসার কাহিনী, তার সঙ্গীত জীবনের খুঁটিনাটি বইটিতে স্থান পাবে।
ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত এই বইটি প্রকাশের জন্য প্রকাশকদের মধ্যে ডাক প্রতিযোগিতা হয়েছে। সে প্রতিযোগিতায় জিতেছে প্রকাশনা সংস্থা সাইমন অ্যান্ড সাস্টার। মার্কিন এই পপতারকা তার বাবার বিরুদ্ধে বন্দি করে রাখার অভিযোগ করেছেন আদালতে। প্রায় ১৩ বছর ধরে ব্রিটনির জীবনযাত্রা ও আর্থিক সব কিছু নিয়ন্ত্রণ করছেন তার বাবা জিমি।
যুক্তরাষ্ট্রের কনজারভেটরশিপ আইনের অধীনে এই ক্ষমতা দেওয়া হয় জিমিকে। যদিও দ্রুত এই অপমানজনক বন্দিত্ব থেকে মুক্তি চান ব্রিটনি, এই আর্জিই জানিয়েছেন আদালতে।
৩৯ বছরের মার্কিন তারকা জানিয়েছেন তার ইচ্ছের বিরুদ্ধে তাকে জন্মনিয়ন্ত্রণে বাধ্য করা হয়েছে।
এমনকি প্রেমিকের সঙ্গে বিয়ে করতে ও আরেক সন্তান নিতেও তাকে বাধা দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেসের আদালতে এই নিয়েই মামলা চলে কয়েক মাস। বিচারককে ব্রিটনি স্পিয়ার্স বলেন, এসবের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং দিনের পর দিন কেঁদেছেন। তার জীবনযাত্রায় ভয়ংকর প্রভাবও পড়েছে এই ঘটনার জেরে।
২০০৭ সাল থেকেই তিনি বাবার অধীনে বন্দি ছিলেন। আদালতকে বলেছিলেন, স্বাভাবিক জীবন ফিরে পেতে চান তিনি। অবশেষে তিনি সেই জীবন ফিরে পেয়েছেন এবং বইটি প্রকাশের উদ্যোগ নিয়েছেন।