
ভারতে টয়লেট আকারের অফিস থেকে ১০ কোটি রুপি উদ্ধার টার্নওভার ১,৭৬৪ কোটি

রাশিদ রিয়াজ : ভারতে মহারাষ্ট্র প্রদেশের গুডস এন্ড সার্ভিস ট্যাক্স কাউন্সিল (জিএসটি) গত ২০ এপ্রিল দক্ষিণ মুম্বাইয়ের জাভেরি বাজার প্রাঙ্গন ছাড়াও চামুন্ডা বুলিয়নের অন্যান্য স্থানে অভিযান চালায়। কাউন্সিলের কর্মকর্তারা সেখানে টয়লেট আকারের একটি অফিসে অভিযান চালিয়ে হতবাক হয়ে যান। ওই অফিস থেকে জিএসটি ১০ কোটি টাকা নগদ উদ্ধারের পর জানতে পারেন অফিসটির বছরে টার্নওভার ১,৭৬৪ কোটি রুপি।
এনবিসি
অফিসটি একটি বাড়ির টয়লেটের চেয়েও ছোট। ৩৫ বর্গফুটের ওই অফিস থেকে কর কর্মকর্তারা নগদ ৯.৭৮- কোটি রুপি ও ১৩ লাখ রুপি মূল্যের ১৯ কেজি রৌপ্য উদ্ধার করে যা অফিসটির ইটের দেওয়ালে ও মেঝেতে কৌশলে লুকিয়ে রাখা ছিল। কাউন্সিলের কর্মকর্তারা দেখতে পান কোম্পানির মোট টার্নওভার ২০১৯-২০২০ সালে ২২.৮৩ লাখ রুপি থেকে হঠাৎ বেড়ে, পরের বছর (২০২০-২০২১) ৬৫২ কোটি রুপি, এবং পরবর্তী (২০২১-২০২২) বছরে ১,৭৬৪ কোটি রুপি বৃদ্ধি পায়। কর কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে প্রাঙ্গনের মালিক এবং পরিবারের সদস্যরা উদ্ধারকৃত নগদ ও রৌপ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি।
জিএসটি কর্মকর্তারা ওই অফিসটি সিল করে বিষয়টি নিয়ে আরও তদন্ত করতে আয়কর বিভাগকে জানিয়েছে। উদ্ধারকৃত নগদ গুণতে রাত ও পরের দিন সকালে আরো ৬ ঘন্টার বেশি সময় লেগে যায়। পুরো চাঞ্চল্যকর অভিযানটি রাজ্যের পরিচালনা করেন কর যুগ্ম কমিশনার রাহুল দ্বিবেদী (আইএএস) এবং তদন্ত-বি-এর ডেপুটি কমিশনার বিনোদ দেশাই। অফিসটির মালিক রাজ্য জিএসটি বিভাগ থেকে গ্রেপ্তার এড়াতে আগাম জামিন চেয়ে মুম্বাই সেশন আদালতে আবেদন জানিয়েছেন। জিএসটি বলছে এধরনের ছোট ছোট অফিস ও তাদের আয়ের উৎস সম্পর্কে আরো বিশদ অনুসন্ধান ও তদন্ত করে দেখা হবে। চলতি বছর ভারতের জিএসটি বিভাগ পাঁচটি বড় ধরনের অভিযান ও গ্রেপ্তার করে খেলাপি ও কর ফাঁকিদাতাদের শক্তিশালী বার্তা দিয়েছে যে তারা আইন অমান্য করলে রেহাই দেওয়া হবে না।
