• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

নগর সংস্করণ

ডিএসইর লেনদেন ১২০০ কোটি টাকা ছাড়িয়েছে

প্রকাশের সময় : May 10, 2022, 12:01 am

আপডেট সময় : May 10, 2022 at 11:08 am

মাসুদ মিয়া: দেশের শেয়ারবাজার পবিত্র ঈদুল ফিতর পর প্রথম কার্যদিবস দর পতন হলেও দ্বিতীয় কার্যদিবসও তৃতীয় কার্যদিবস উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এই নিয়ে ২ কার্যদিবস ধরে শেয়ারবাজারে সূচক ঊর্ধ্বমুখী অব্যাহত রয়েছে।
গতকাল অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে পাশাপাশি লেনদেনও সূচক বেড়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর লেনদেন ১২০০ কোটি টাকা ছাড়িয়েছে। যা প্রায় গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।
গতকাল ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে এক হাজার ২০৮ কোটি ৩১ লাখ টাকার। যা দুই মাস ২৩ দিন বা ৫০ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। এর আগে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি লেনদেন হয়েছিল এক হাজার ২১৩ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

গতকাল ডিএসইতে ব্যাংক, বীমা, আর্থিক, বস্ত্র, বিদ্যুৎ ও জ্বালানি, ওষুধ ও রসায়ন, খাদ্য, প্রকৌশলসহ বেশিরভাগ খাতের সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে।
এবিষয়ে বাজার সংশ্লিষ্টরা বলেন, টানা উত্থানে ফিরে আশায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসছে। সূচক বাড়াটাকে ইতিবাচক হিসাবে দেখছেন। সংশ্লিষ্টরা আরও মনে করেন, শেয়ারের দাম বাড়ায় বিক্রির প্রবণতা থেকে শেয়ার কেনার প্রবণতায় ফিরছেন বিনিয়োগকারীরা। সে জন্য শেয়ারবাজারে লেনদেনের গতি বৃদ্ধি পাচ্ছে মনে করেন, বাজার সংশ্লিষ্টরা। গতকাল শেয়ারবাজারে লেনদেন শুরু হয় অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে।

ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ১০ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের শুরুতে দেখা দেওয়া এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে লেনদেনের শেষ পর্যন্ত। ফলে টানা দুই কার্যদিবস ঊর্ধ্বমুখীতার দেখা পেয়েছে শেয়ারবাজার। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮.৬৬ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৯৮.০৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.৭১ পয়েন্ট বা ০.৪৬ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ০.১৪ পয়েন্ট বা ০.০০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৫৪.১৩ পয়েন্টে এবং দুই হাজার ৪৪৯.৩৯ পয়েন্টে। ডিএসইতে ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৪২টির বা ৬৩.৬৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৭৭টির বা ২০.২৬ শতাংশের এবং ৬১টির বা ১৬.০৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- ফরচুন সুজ, জেএমআই হসপিটাল, আইপিডিসি, অরিয়ন ফার্মা, শাইনপুকুর সিরামিকস, বেক্সিমকো লিঃ, ইউনিক হোটেল, এসিআই ফর্মূলেশন, ইস্টার্ন হাউজিং ও বিএসসি।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- এসিআই ফর্মূলেশন, ন্যাশনাল হাউজিং, শাইনপুকুর সিরামিকস, ন্যাশনাল ফিড মিল, ইস্টার্ন হাউজিং, সিভিওপিআরএল, অ্যাপেক্স ট্যানারী, ইউনিয়ন ক্যাপিটাল, বিডি থাই ও এডিএন টেলিকম।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- ইমাম বাটন, আইসিবি ইসলামি ব্যাংক, পূবালী ব্যাংক, জেনেক্স ইনফোসিস, কপারটেক, নাহী অ্যালুমিনিয়াম, মেঘনা পেট, আইপিডিসি, তৌফিকা ফুডস ও ইস্টার্ন ব্যাংক।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৪.৩১ পয়েন্ট বা ০.২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৩৯.১৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭৮টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দর। সিএসইতে ৩১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)