• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমাদের বিশ্ব

ইউক্রেনে সামরিক অভিযানের পেছনে রাশিয়ার দৈনিক ব্যয় ৯০০ মিলিয়ন ডলার

প্রকাশের সময় : May 10, 2022, 12:01 am

আপডেট সময় : May 10, 2022 at 11:08 am

অর্থনীতি ডেস্ক : প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার দুই সপ্তাহ পর এসে প্রতিবেদনগুলো থেকে জানা গেছে, যুদ্ধের ফলে সরাসরি ৭ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে রাশিয়ার।
যত দিন যাচ্ছে, ততই বৃদ্ধি পাচ্ছে ইউক্রেনে রুশ আগ্রাসনের মাত্রা। আর এ যুদ্ধের ফলে সৃষ্ট অর্থনৈতিক সংকট যে আগামী অনেক বছর অনুভূত হবে তা এখনই বলে দেওয়া যায়। বিশেষজ্ঞদের বরাত দিয়ে একাধিক প্রতিবেদনে জানানো হয়েছে, শুধুমাত্র সামরিক অভিযান চালাতেই প্রতিদিন ৯০০ মিলিয়ন ডলার ব্যয় করছে রাশিয়া।
এছাড়াও, ইউক্রেনে আগ্রাসন চালানোয় রাশিয়ার উপর জারি করা অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে দেশটির যে আর্থিক ক্ষতি হয়েছে, তা এই হিসাবের বাইরে। হোয়াইট হাউজের দেওয়া তথ্যমতে, রাশিয়া সেনা প্রত্যাহার করে নিলেও নিষেধাজ্ঞা বহাল থাকতে পারে।

নিজেদের সামরিক শক্তির জোরেই দ্রুত ইউক্রেন দখল করে নেওয়ার পরিকল্পনা করেছিল রাশিয়া। কিন্তু এযাবত সে লক্ষ্যে খুব একটা সফল হতে পারেনি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশটি। ইউক্রেনের রাজধানী কিয়েভসহ অন্যান্য শহরের দখল নিতে লড়াই চালিয়ে যাচ্ছে রুশ সৈন্যরা। পেন্টাগনের প্রেস সচিব জন কিরবির ভাষ্যে, রুশ সৈন্যদের প্রতিটি হামলাই শক্ত হাতে প্রতিরোধ করেছে ইউক্রেনের সেনাবাহিনী।

কিন্তু সামরিক খাতে এই ব্যর্থতার ফলে আর্থিক ও জীবনযাত্রার মান, দুই দিক থেকেই কড়া মাশুল গুনতে হচ্ছে রাশিয়াকে। যদিও যুদ্ধে নিহতের সংখ্যা জানানোর ক্ষেত্রে মুখে কুলুপ এঁটে আছে ক্রেমলিন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার দুই সপ্তাহ পর এসে প্রতিবেদনগুলো থেকে জানা গেছে, যুদ্ধের ফলে সরাসরি ৭ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে রাশিয়ার।
সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান মুদ্রা রুবলের ধ্বস নামার ফলে অর্থনীতি আরো ৩০ বছর পিছিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সেই সাথে আগামী পাঁচ বছর রাশিয়ানদের জীবনযাত্রার মান নিচের দিকে নেমে যাবে বলেও অনুমান করা হচ্ছে। সূত্র : টিবিএস

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)