• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমাদের বিশ্ব

প্রথম গাড়ি রপ্তানি করেছে পাকিস্তান

প্রকাশের সময় : May 14, 2022, 12:01 am

আপডেট সময় : May 14, 2022 at 11:14 am

রাশিদ রিয়াজ : গাড়িটি তৈরি করেছে মাস্টার চ্যাংন মোটরস। নতুন অটো ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সপোর্ট পলিসির (এআইডিইপি ২০২১-২৬) অধীনে পাকিস্তান তাদের প্রথম গাড়ি রপ্তানি করেছে। স্টার্টআপ পাকিস্তান
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন অটো পলিসির অধীনে, সকল ওইএমকে স্থানীয় শিল্পের উন্নয়ন এবং দেশের রপ্তানি সক্ষমতা প্রসারিত করতে যানবাহন রপ্তানির উদ্যোগ নিয়ে সফল হল পাকিস্তান। চাঙ্গান ওশান এক্স ৭ মডেলের গাড়ি দিয়ে পাকিস্তান আন্তর্জাতিক গাড়ি বাজারে প্রবেশ করল। চীনের বাইরে পাকিস্তানই একমাত্র দেশ যারা এই মডেলের গাড়ির সর্বশেষ মডেল উৎপাদন করছে।

কোম্পানির সিইও ড্যানিয়াল মালিক বলেছেন, পাকিস্তানকে অটো শিল্পের জন্য একটি নতুন অধ্যায়ে নেতৃত্ব দিতে পেরে এবং বিশ্বব্যাপী পর্যায়ে তার চিহ্ন তৈরি করতে পেরে আমরা আনন্দিত এবং গর্বিত। পাকিস্তানে স্টেট-অফ-দ্যা-আর্ট প্ল্যান্ট স্থাপন মাত্র ১৩ মাসের রেকর্ড সময়ে সম্পন্ন হয়েছে এবং এখন বছরে ৫০ ইউনিট গাড়ি উৎপাদন করতে পারবে। এ কোম্পানিটি অচিরেই আরো ভিন্ন ধরনের মডেলের গাড়ি উৎপাদন করবে। মাস্টার চ্যাংন মোটরস লিমিটেডের ভাইস সিইও স্টিভেন ঝাও বলেছেন আমরা পাকিস্তান থেকে আমাদের আরএইচডি ওশান এক্স৭ এসইউভি রপ্তানি করতে পেরে খুব খুশি।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)