• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

লিড ৫

সাতক্ষীরার ১০০ মেট্রিক টন আম রপ্তানি হবে ইউরোপে

প্রকাশের সময় : May 16, 2022, 12:01 am

আপডেট সময় : May 16, 2022 at 11:08 am

অর্থনীতি ডেস্ক : সাতক্ষীরার বাজারে উঠতে শুরু করেছে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাইসহ সুস্বাদু বিভিন্ন প্রজাতির দেশি আম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবার এই জেলায় আমের ফলন কিছুটা কম হয়েছে। তবে এরপরও সাতক্ষীরা থেকে ১০০ মেট্রিক টন আম রপ্তানি হবে ইউরোপের বাজারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আনুষ্ঠানিকতায় ৫ মে থেকে আম বাগানের বিভিন্ন গাছ থেকে পরিপক্ক পাকা আম পাড়া শুরু হয়েছে সাতক্ষীরায়। নানান জাতের আমে ভরপুর সাতক্ষীরা শহরের বড় বাজার। গ্রামগঞ্জ থেকে ভ্যান ও বিভিন্ন পরিবহন যোগে শহরের এই বড় বাজারের আড়ৎগুলোতে আসছে হরেক রকমের আম।
জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সাতক্ষীরায় ৪ হাজার ১১৫ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। এর মধ্যে ল্যাংড়া, হিমসাগর, আম রুপালী, গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস, ক্ষিরসরাই, বৈশাখিসহ নানা প্রজাতের আম রয়েছে।

এদিকে রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা আম কিনতে সাতক্ষীরার আম বাগান ও আড়ত গুলোতে ভিড় করতে শুরু করেছে। সাতক্ষীরার বড় বাজারের আড়তগুলোতে গোবিন্দভোগ প্রতি মণ আম বিক্রি হচ্ছে ১৮০০ টাকা থেকে সর্বোচ্চ ২২০০ টাকা, আর গোপালভোগ ও গোলাপখাসসহ অন্যান্য আম বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৯০০ টাকা মণ দরে।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. নূরুল ইসলাম বলেন, আমের জন্য সমৃদ্ধ সাতক্ষীরা। সারা বাংলাদেশ থেকে এবার ৬০০ মেট্রিকটন আম বিদেশে রপ্তানি হবে। এরমধ্যে সাতক্ষীরা থেকে ১০০ মেট্রিক টন গোবিন্দভোগ, হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালি আম ইউরোপের বিভিন্ন বাজারে রপ্তানি হওয়ার কথা।
তিনি জানান, নিরাপদ পরিবেশ বান্ধব আম চাষের জন্য ৫০০ চাষিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জেলায় ১৩ হাজার ১০০ জন আম চাষির ৫ হাজার ২৯৯টি বাগান রয়েছে। সূত্র : সারাবাংলা, বিডিনিউজ

 

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)