• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা

মুন্সীগঞ্জের বিসিকে ৪ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে: শিল্পমন্ত্রী

প্রকাশের সময় : May 22, 2022, 12:01 am

আপডেট সময় : May 22, 2022 at 11:22 am

অর্থনীতি ডেস্ক : শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, মুন্সীগঞ্জের বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রত্যক্ষভাবে ৮০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। সব মিলিয়ে পরোক্ষভাবে সাড়ে ৪ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে এই শিল্পপার্ক। আগামী ডিসেম্বরে পাইলিং ও দেওয়াল নির্মাণ কাজ সম্পন্ন হবে। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে নির্মাণাধীন এই পার্ক পরিদর্শনে এসে মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী জানান, জেলার সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালি, কামাড়কান্দা ও চিত্রকোট মৌজার ৩০৮ দশমিক ৩৩ একর জমিতে বিসিক কেমিক্যাল শিল্পপার্ক স্থাপনে প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর ব্যয় ধরা হয়েছিল এক হাজার ৩ কোটি টাকা।

২০২১ সালে জমি ভরাটের কাজ শুরু করে ঠিকাদার প্রতিষ্ঠানটি। বিসিক কেমিক্যাল শিল্পনগরী আগামী সেপ্টেম্বরের মধ্যে বালু ভরাটের কাজ শেষ হলে পরবর্তী তিনমাস ডিসেম্বরের মধ্যে পাইলিং ও দেওয়াল নির্মাণ কাজ শেষ করতে হবে বলে মন্ত্রী জানান।
এ সময় মন্ত্রীর সাথে ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, বিসিক চেয়ারম্যান মুহম্মদ মাহবুবুর রহমান, আঞ্চলিক পরিচালক আব্দুল মতিন, অতিরিক্ত সচিব নূরুল আলম, যুগ্ম সচিব আনোয়ারুল আলম, উপসচিব হারুন অর রশিদ, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ও প্রকল্প পরিচালক মুহাম্মদ হাফিজুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর, সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম প্রমুখ। সূত্র : সময়টিভি অনলাইন

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)