• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমাদের বিশ্ব

যুক্তরাষ্ট্রে পেট্রোলের দামের নতুন রেকর্ড

প্রকাশের সময় : June 13, 2022, 12:01 am

আপডেট সময় : June 14, 2022 at 11:28 am

অর্থনীতি ডেস্ক : প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে গ্যালন প্রতি পেট্রোলের দাম ৫ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। এর ফলে দেশটিতে মূল্যস্ফীতি পরিস্থিতি আরো নাজুক হয়ে উঠতে পারে।
শনিবার এএএ ডেটা থেকে পাওয়া তথ্য অনুযায়ী , গত আট সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম ক্রমাগতভাবে বেড়েই চলেছে। টানা ১৫দিন ধরেই এই বৃদ্ধি অব্যাহত আছে। দেশটিতে গত ৩৩ দিনের মধ্যে পেট্রোলের দাম ৩২ বার বৃদ্ধি পেয়েছে। ১৫ এপ্রিল যখন পেট্রোলের তাম বৃদ্ধি পেতে শুরু করে তখন জাতীয় গড় দাম গিয়ে দাঁড়িয়েছিল ৪ দশমিক ০৭ ডলারে।

কিন্তু গত দুই মাসে ওপিআইএস অনুযায়ী যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বেড়েছে ২৩ শতাংশ।
এদিকে মিশিগান ইউনিভার্সিটির এক সমীক্ষা অনুসারে, মুদ্রাস্ফীতির কারণে ভোক্তাদের আস্থা শুক্রবার অনেকটাই কমে গেছে।বিশ্লেষকরা জানান, বৈশ্বিক সমস্যাগুলো অপরিশোধিত জ্বালানির দামকে বাড়িয়ে দিয়েছে।
সামনের দিনে গ্যাসের দাম আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত দুটি কারণে গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে এর মধ্যে একটি করোনা মহামারি এবং অন্যটি ইউক্রেনে রাশিয়ার আক্রমণ।

এছাড়া কোভিড -১৯ বৃদ্ধির সময় চীন আরোপিত কিছু বিধিনিষেধ এবং লকডাউন শিথিল করবে এই আশায় সম্প্রতি তেলের দাম আরো বেড়েছে। মূলত চীন বিশ্বের বৃহত্তম জ্বালানি ভোক্তা হিসেবে পরিচিত। সূত্র: সিএনএন, এনপিআর, রাইজিংবিডি

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)