
অসহায় শ্রীলঙ্কা তাকিয়ে আছে ভারতের দিকে জ্বালানি তেলের মজুত প্রায় শেষ দেশ ছাড়ছে নাগরিকরা

সালেহ্ বিপ্লব: দ্বীপরাষ্ট্রটি ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর থেকে এমন ভয়াবহ অর্থসংকটে আর পড়েনি। দেশটিতে জ্বালানি তেলের যে মজুত আছে, তা চলবে ২১ জুন পর্যন্ত। ভারতের এক্সিম ব্যাংক কথা দিয়েছে, তেল কেনার জন্য ৫০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে। এই ঋণের অফিশিয়াল কনফার্মেশনের অপেক্ষায় আছে দেশটি। টাকাগুলো পেলে আরো কয়েক সপ্তাহের জন্য জ্বালানি তেল কিনতে পারবে দেশটি। রয়টার্স
জ্বালানির এই পরিস্থিতিতে দেশের মানুষকে খুব প্রয়োজন ছাড়া ভ্রমণ না করতে দেশবাসীকে অনুরোধ জানিয়েছে সরকার। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিদ্যুত ও জ্বালানি মন্ত্রী কাঞ্চনা উইজেসেকারা জ্বালানি মজুত না করার আহ্বানও জানিয়েছেন।
শ্রীলঙ্কার বৈদেশিক ম্দ্রুার রিজার্ভ না থাকায় জ্বালানি, খাবার এবং ওষুধের মত অতি জরুরি পণ্যও আমদানি করতে পারছে না সরকার।
জ্বালানি সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ডিজেল না পাওয়ায় প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না শ্রীলঙ্কা। গত কয়েকমাস ধরে দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকছে না। পেট্রোল ও ডিজেল কিনতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে ফিলিং স্টেশনে। রান্নার গ্যাস কিনতে গিয়েও একই অবস্থা। এমন কঠিন পরিস্থিতিতে শ্রীলঙ্কার অনেক মানুষ দেশ ছাড়ছেন।
ভিড় বাড়ছে পাসপোর্ট অফিসে। আন্তর্জাতিক বাজার থেকে এরই মধ্যে বাকিতে ৭০ কোটি ২৫ লাখ ডলারের জ্বালানি তেল কিনেছে শ্রীলঙ্কা। সেই টাকা পরিশোধ করার কথা চিন্তাও করতে পারছে না সরকার।
