• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আজকের ভিউ -প্রথম সংস্করণ • আমার দেশ

ভারত থেকে গম আনতে জিটুজি করার প্রস্তাব ঢাকার

প্রকাশের সময় : June 22, 2022, 12:00 am

আপডেট সময় : July 31, 2022 at 7:45 pm

অর্থনীতি ডেস্ক : ভারত থেকে ১০ লাখ টন গম আনছে বাংলাদেশ। পাশাপাশি দেশটি থেকে আরও গম আনতে চায় ঢাকা। সেজন্য ভারতকে নতুন করে প্রস্তাবও দেওয়া হয়েছে। আর এ গম আনা হবে জিটুজি অর্থাৎ সরকারিভাবে।
রোববার নয়াদিল্লিতে সপ্তম যৌথ পরামর্শক কমিশন (জেসিসি) বৈঠক শেষে সোমবার ঢাকার বিমানবন্দরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ড. মোমেন বলেন, আমরা ১০ লাখ টন গম আনব। মাঝখানে বিধিনিষেধ এসেছিল, এখন তারা সব বিধিনিষেধ তুলে নিয়েছে। তবে এরই মধ্যে যারা এলসি করেছে তারাই গম আনতে পারবে। এলসি তারা পরীক্ষা করবে, কারণ গমের দাম বাড়ার ফলে অনেক ভূঁইফোড় ব্যবসায়ী গম আনার চেষ্টা করেছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাছাড়া আমরা আরও গম আনতে চাইছি। সেজন্য আমরা জিটুজি করব। আমরা নতুন প্রস্তাব দিয়েছি। তারা বলেছে, এটা বিবেচনা করবে। তাদের গমের কোনো অভাব নেই। দুই দেশের সম্পর্কের সামগ্রিক দিক নিয়ে আলোচনা হয় জেসিসি বৈঠকে। বৈঠকে ঢাকার পক্ষে ড. মোমেন ও নয়াদিল্লির পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নেতৃত্ব দেন। সূত্র : বাসস, ঢাকাপোস্ট, বাংলানিউজ

 

 

 

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)