অর্থনীতি ডেস্ক : এ বছর মসলার আমদানি ভালো হয়েছে। কিন্তু দেশে বন্যা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এর চাহিদা ছিল কম। ফলে এবার ঈদকেন্দ্রিক মসলার পাইকারি বাজার কিছুটা স্থিতিশীল। অন্যান্য বছরের তুলনায় এ বছর হু হু করে দাম বাড়েনি মসলার। যদিও রাজধানীতে খুচরা দোকানে নানা অজুহাতে বেশি দামে বিক্রি হচ্ছে পণ্যটি।
বুধবার সরেজমিনে রাজধানীর পাইকারি ও খুচরা বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। তবে মসলার বাজারে এখন পেঁয়াজের দাম কিছুটা বেশি। খুচরায় প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকা দরে। তবে রসুন ও আদা ১০০-১৪০ টাকার মধ্যে মিলছে। আবার দেশি রসুন মিলছে ১০০ টাকার কমে। অন্যদিকে চীনের আমদানি করা বড় রসুন, যেগুলো সহজে খোসা ছাড়ানো যায় সেটা কিনতে গুনতে হচ্ছে ৪০-৬০ টাকা বাড়তি। এরপর পৃষ্ঠা ২, সারি ১