• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

শেষ পাতা

২ লাখ ১৯ হাজারেরও বেশি বিও হিসাব বন্ধ

প্রকাশের সময় : August 16, 2022, 7:35 pm

আপডেট সময় : August 16, 2022 at 7:35 pm

নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজার বেশ কয়েক মাস ধরেই মন্দা পরিস্থিতি বিরাজ করছে। মন্দা পরিস্থিতিতে শেয়ারবাজারের প্রতি আস্থা হারাচ্ছে বিনিয়োগকারীরা। আর আস্থা না থাকার কারণে জুলাই মাসে শেয়ারবাজার থেকে বেরিয়ে গেছে দুই লাখ ১৯ হাজার বিনিয়োগকারী বিওধারী। নবায়ন না করার কারণে জুলাই মাসে দুই ১৯ হাজার বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বন্ধ হয়ে গেছে। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, জুন মাসের শেষ দিন শেয়ারবাজারে বিও হিসাব ছিল ২০ লাখ ৫৩ হাজার ৪২২টি। আর জুলাই মাসের শেষ দিন বিও হিসাব ১৮ লাখ ৩৩ হাজার ৮৮৪টিতে দাঁড়ায়। অর্থাৎ জুলাই মাসে দুই লাখ ১৯ হাজার ৫৩৮টি বিও হিসাব বন্ধ হয়ে গেছে।
জুলাই মাসে পুরুষদের বিও এক লাখ ৫৮ হাজার ২৪৭টি কমে দাঁড়িয়েছে ১৩ লাখ ৬৮ হাজার ৯৬৫টিতে। জুন মাসের শেষ দিন পুরুষদের বিও হিসাব ছিল ১৫ লাখ ২৭ হাজার ২১২টিতে। আর জুলাই মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ৬০ হাজার ৯২০টি কমে চার লাখ ৪৯ হাজার ১০৫টিতে দাঁড়িয়েছে। জুন মাসের শেষ দিন নারী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৫ লাখ ১০ হাজার ০২৫টিতে। জুন মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১৬ হাজার ১৮৫টিতে। আর জুলাই মাসে কোম্পানি বিও ৩৭১টি কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮১৪টিতে। জুলাই মাসে দেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের দুই লাখ ০৮ হাজার ২৪৮টি বিও হিসাব কমেছে। এর মাধ্যমে জুলাই মাসের শেষ দিন দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৭ লাখ ৫৩ হাজার ৮০৯টিতে। যা জুন মাসের শেষ দিন ছিল ১৯ লাখ ৬২ হাজার ০৫৭টিতে।
জুলাই মাসে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারীদের ১০ হাজার ৯১৯টি বিও হিসাব কমে দাঁড়িয়েছে ৬৪ হাজার ২৬১টিতে। জুন মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৭৫ হাজার ১৮০টিতে।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

news@amaderOrthoneeti.com

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)