নিজস্ব প্রতিবেদক : নারীদের এশিয়া কাপের পর্দা উঠেছে গতকাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড। ঘরের মাঠে টাইগ্রেস বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের দিনে শামীমার দুর্দান্ত ব্যাটিংয়ে ৯ উইকেটের জয় পায় নিগার সুলতানা জ্যোতির দল।
শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন থাইল্যান্ড নারী দল।
ঘরের মাঠে টস হারলেও বোলিংয়ে শুরুটা হয় দুর্দান্ত। দলীয় ১৬ রানের মাথায় থাইল্যান্ড হারিয়ে বসে দুই উইকেট। তৃতীয় উইকেট জুটিতে মায়া ও চান্থাম প্রতিরোধ গড়ার চেষ্টা করলেজ রুমানা- সোহেলিদের বোলিংয়ে মাত্র ৮২ রানে অলআউট হয় থাইল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান আসে মায়ার ব্যাটে। এছাড়াও ২০ রান করেন চান্থাম। দলের মাত্র চার জন ব্যাটার দুই অঙ্কের ফিগার স্পর্শ করেন। বাংলাদেশী বোলারদের পক্ষে রুমানা ৩টি, সোহেলি, সানজিদা ও নাহিদা দুইটি করে উইকেট শিকার করেন।
৮৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামেন শামীমা ও ফারজানা। শামীমার দুর্দান্ত ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। বাউন্ডারিতে দর্শকদের মাতিয়ে তোলেন শামীমা। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫২ রান। একপ্রান্তে শামীমা ব্যাটিং তাÐব চালালেও ফারজানা খেলতে থাকেন দেখেশুনে। দলীয় নবম ওভারে শামীমা আউট হলে ভাঙে ৬৯ রানের জুটি। দারুণ ব্যাটিং উপহার দেওয়া শামীমা ফেরেন ১ রানের আক্ষেপ নিয়ে। ৪৯ রানে শামীমা ফিরলেন অধিনায়ক নিগার সুলতানা ও ফারজানার ব্যাটে ৯ উইকেটের সহজ জয় তুলে নেয় টাইগ্রেসরা। দারুণ ব্যাটিং উপহার দেওয়া শামীমা জিতেন ম্যাচ সেরার পুরস্কার।