অর্থনীতি ডেস্ক : অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মুকুট পুনরুদ্ধার করল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ইংলিশদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৭ রান তোলে পাকিস্তান। ১৩৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়লেও বেন স্টোকসের দুর্দান্ত ইনিংসে ভর করে এক ওভার হাতে রেখে ৫ উইকেটে জয়ের বন্দরে নোঙর করে। ২০২২ হলো না ১৯৯২, কিংবদন্তি ইমরানের খানের পাশে বসলো না বাবর আজমের নাম। দারুণ এক জয়ে শ্রেষ্ঠত্বের মুকুট জিতে নিলো ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের পর দ্বিতীয় দল হিসেবে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ক্রিকেটের জনক দেশটি। মোহাম্মদ ওয়াসিমের ফুল লেংন্থের ডেলিভারি মিড উইকেট দিয়ে পাঠিয়ে ১ রান রান পূর্ণ করলেন বেন স্টোকস। এই রানের দাপট এতোটা যে, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের গ্যালারিতে হাজির হওয়া ৮০ হাজার ৪৬২ দর্শকের বেশিরভাগ দর্শককে স্তব্ধ করে দিলো। হ্যাঁ, এই বেশিরভাগ দর্শক পাকিস্তানের সমর্থক। ওই একটি রানই যে ব্যবধান গড়ে দিলো, উড়লো ইংল্যান্ডের বিজয় কেতন। ২০২২ হলো না ১৯৯২, কিংবদন্তি ইমরানের খানের পাশে বসলো না বাবর আজমের নাম। দারুণ এক জয়ে শ্রেষ্ঠত্বের মুকুট জিতে নিলো ইংলিশরা।
রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতলো জস বাটলারের ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের পর দ্বিতীয় দল হিসেবে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ক্রিকেটের জনক দেশটি। এর আগে ২০১০ সালে প্রথমবারের মতো সংক্ষিপ্তম ফরম্যাটের এই বিশ্ব আসরে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। টস হেরে আগে ব্যাটিং করতে নামা পাকিস্তান ব্যাট হাতে দাপট দেখাতে পারেনি। উল্টো স্যাম কারান, আদিল রশিদদের শাসন হজম করতে হয় তাদের। অন্যদের ব্যর্থতার দিনেও দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন অধিনায়ক বাবর আজম, শান মাসুদ ও শাদাব খান। ৮ উইকেটে ১৩৭ রান তোলে পাকিস্তান। জবাবে শুরুতে বাটলারের ঝড়ো ব্যাটিংয়ের পর বেন স্টোকসের দায়িত্বশীল ব্যাটিং, শেষে মারকুটে ব্যাটিংয়ে এগিয়ে দেন মঈন আলী। ১৯ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড।
২০১০ সালে ক্যারিবীয় দ্বীপে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে ইংল্যান্ড। এরপর ২০১৬ সালে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের খুব কাছে পৌঁছালেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় ইংল্যান্ড। তবে এবার আর অপেক্ষা দীর্ঘ হয়নি। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ৮ম টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করে ইংল্যান্ড।