• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

বিনোদন

ইন্টারন্যাশনাল গø্যাম আইকনের ১ম রানার আপ বাংলাদেশের মার্জিয়া জামান বিন্দু

প্রকাশের সময় : November 15, 2022, 8:09 pm

আপডেট সময় : November 15, 2022 at 8:09 pm

নিজস্ব প্রতিবেদক : মিস্টার, মিস এন্ড মিসেস ইন্টারন্যাশনাল গø্যাম আইকনের ১ম রানার আপ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন বাংলাদশের মার্জিয়া জামান বিন্দু। সে সেরা র‌্যাম্প ওয়াককে আপ হয়। ভারতের মুম্বাইয়ের রেডিসন আন্ধেরিতে ১০ নভেম্বর জমকালে আয়োজনে তার মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেন ভারতের অভিনেত্রী অমীশা প্যাটেল। প্ল্যাটফর্ম আন্তর্জাতিক গø্যাম আইকন সিজন-৩ তে অংশগ্রহণকারী দেশগুলো হলো- ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
সিনিয়র সাংবাদিক মতিনুজ্জামান মিটুর একমাত্র কন্যা মার্জিয়া জামান। সে বাংলাদেশের যশোরের পুরাতন কসবা রায়পাড়ায় জন্ম গ্রহণ করেন। যশোরের এমএসটিপি থেকে এসএসসি ও আব্দুর রাজ্জাক কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করে বর্তমানে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) থেকে মিউজিক বিষয়ে অনার্স শেষ করেন। মার্জিয়া ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি নাচ, গান, নাটক ও চিত্রকলার চর্চা করে আসছে। সে রফিকুল ইসলাম ডায়মন্ড পরিচালিত টেলিছবি চিতারোহণে অভিয়ন করে। অরণ্য আনোয়ার পরিচালিত বকুল ছবিতে অভিয়ন করছে। মার্জিয়া জামান নিউ এশিয়া গ্রæপের আয়োজনে কোরিও গ্রাফার স্পার্কেল রেমো ২০২২ এর প্রশিক্ষক ছিলেন।

 

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)