• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমার দেশ

নওগাঁর রাণীনগরে কালভার্ট ভেঙে যাওয়ায় চলাচলে দুর্ভোগ

প্রকাশের সময় : November 24, 2022, 2:09 am

আপডেট সময় : November 24, 2022 at 2:09 am

আওরঙ্গজেব হোসেন : নওগাঁর রাণীনগরে কাশিমপুর ইউনিয়নয়ের এনায়েতেপুর বাজার থেকে সর্বরামপুর গ্রাম হয়ে কুজাইল বাজার পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার পাকা সড়কে দুইটি কালভার্ট ভেঙ্গে দীর্ঘদিন ধরে চরম জনদুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসি। রাণীনগর এলজিইডি‘র আতাধীন এ সড়কে এলাকার এনায়েতপুর, সর্বরামপুর, ডাঙ্গাপাড়া, কাশিম হালদারপাড়া গ্রামের প্রায় ১০ হাজার মানুষের দৈনন্দিন চলাচলের এ সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচলের কারণে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। সড়ক দূর্ঘটনা ও চলাচলের দূর্ভোগ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত এই দুইটি কালভার্ট সংস্কার বা পুননির্মাণ করার দাবি জানিয়েছে স্থানীয়রা।
উপজেলার কাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য সর্বরামপুর গ্রামের হামিদুর রহমান, পলাশ হোসেন, এনায়েতপুর গ্রামের জুয়েল হোসেন জানান, এই সড়কের মধ্যে ২টি কালভার্টের মধ্যে একটি গত দুই বাছর আগে সম্পূর্ণ ভেঙে যায়। দুর্ভোগ থেকে কিছুটা মুক্তি পেতে স্থানীয়রা যাতায়াতের সুবিধার্থে মাটি ইট দিয়ে ভরাট করে কোন রকম চলাচল করছে। কিন্তু পানি নিষ্কাসনের ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় সড়কের দুই পাশের ফসলি জমিতে জলাবদ্ধতার কারণে ফসল উৎপাদনও হুমকিতে পড়েছে। অপর কালভার্টটির দু‘পাশের মাটি ডেবে ও ভেঙ্গে যাওয়ায় যান-চলাচলে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।দ্রুত এ দু‘টি কালভার্ট সংস্কার বা পুন.নির্মাণ করা অতি জরুরি। কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু বলেন, কালভার্ট দু‘টি ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে এলাকার মানুষ দূর্ভোগ পোহাচ্ছে। কালভার্ট গুলো দ্রুত সংস্কার বা পুন.নির্মাণ না করলে বড় রকমের সড়ক দূর্ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করেন তিনি। উপজেলা এলজিইডি‘র প্রকৌশলী ইসমাইল হোসেন বলেন, দ্রুত কালভার্ট দুটির অস্থায়ী পাটাতনের ব্যবস্থা করে পুনরায় নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হবে।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

news@amaderOrthoneeti.com

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)