• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

লিড ২

কাতারের পর এবার জাপানের রোড শো বাতিল

প্রকাশের সময় : November 26, 2022, 10:15 pm

আপডেট সময় : November 26, 2022 at 10:15 pm

মাসুদ মিয়া: শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ আনতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাতারের পর জাপানের রোড শো বাতিল হয়ে গেছে। এতে করে কাতারের ন্যায় জাপান থেকেও বিদেশী বিনিয়োগ আনা স্থবির হয়ে পড়ল। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর বাতিল হওয়ার পর তার সফর সঙ্গীদের ভিসা বাতিল করেছে জাপান অ্যাম্বাসি। এবিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ প্রতিবেদককে বলেন, জাপানের রোড শো বাতিল হয়ে হয়েছে জানতে পারছি। কি কারনে বাতিল হয়েছে আমার জানা নেই। তবে পরাষ্ট্রমন্ত্রনালয় ভালো বলতে পারবে। তবে এই মেলার সাথে প্রধানমন্ত্রীর সফল জড়িত ছিল। প্রধানমন্ত্রী জাপান সফর বাতিল হওয়ার কারনে হয়তো বাতিল করা হয়েছে।
নিয়ন্ত্রক সংস্থাটি বাংলাদেশের শেয়ারবাজারে বিদেশিদের বিনিয়োগ আনার জন্য গতবছর বিভিন্ন দেশে রোড শো শুরু করে। যা নিয়ে কমিশন খুবই আশাবাদি। যার আলোকে গত বছর সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্যের বড় শহরগুলোতে রোড শো করে বিএসইসি। এসব সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের সার্বিক চিত্র বিদেশি ও প্রবাসীদের কাছে তুলে ধরা হয়। এরই ধারাবাহিকতায় নভেম্বরের শেষ দিকে জাপানে এই রোড শো বা বিনিয়োগ সম্মেলনটি করার জন্য সময় নির্ধারন করা হয়েছিল। কিন্তু ওই দেশের কয়েকজন মন্ত্রী পদত্যাগ করায় তা করা হচ্ছে না। কারন তাদের কারও কারও রোড শোতে থাকার কথা ছিল। এর আগে গত ১৮ ও ১৯ মে দুই দিনব্যাপী কাতারের রাজধানী দোহাতে রোড শো আয়োজন করার কথা ছিলো। কিন্তু ডলার সংকটের বিষয়টি সামনে চলে আসার কারণে ওই রোড শো বাতিল করা হয়েছিল। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর বাতিল হওয়ার পর তার সফর সঙ্গীদের ভিসা বাতিল করেছে জাপান অ্যাম্বাসি।
এসব ভিসা বাতিল হয় বলে ক‚টনৈতিক সূত্রে জানা যায়। নভেম্বরের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রীর জাপান সফর করার কথা ছিল। তবে বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শোনসুকে তাকেইয়ের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান প্রধানমন্ত্রীর ওই সফর বাতিল করা হয়েছে।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)