
কবীর হোসেন তাপস
সব কবিতা মেসির মতো জাদুময় হবে না।
কিছু কবিতা হবে আকাশমুখী রোনালদোর মতো
কিছু কবিতা হবে দ্রæতগতির এমবাপ্পে
শিল্পতরু নেইমার হবে কিছু কবিতা ।
বিরলপ্রজ কিছু কবিতায় পাওয়া যাবে পেলেকে।
ঈশ্বরের হরফে উজ্জ্বল মেটাফরে
কিছু কবিতায় উঁকি দেবেন ম্যারাডোনা।
তবেই তো কবিতার শ্রেষ্ঠ একাদশ হবে।
তাদের লেখার ভাষা ভিন্ন হলেও খেলার
মাঠে তাদের ভাষা এক ও অনবদ্য
গ্যালারী জুড়ে যারা এইসব অলৌকিক কবিতার
পাতা উল্টাবেন গোলের মর্মস্থলে সুখের পারদে
ভাসবেন তারা।
শুধু রেফারির জন্য লাল কার্ডের ব্যবস্থা থাকবে। খেলায় অহেতুক ছন্দ পতন ঘটালে একটি মোহন কবিতার
স্বার্থে তাকে লাল কার্ড দেখানো যাবে।