সরকারের আর্থিক অনুদানের কিশোর চলচ্চিত্র ‘মেঘ রোদ্দুর খেলা’
মতিনুজ্জামান মিটু : রাজধানী ঢাকাসহ দেশের শীর্ষ প্রেক্ষাগৃহগুলোতে আগামী ৩০ ডিসেম্বর মুক্তি পাবে। অদম্য সাহসী আর দুরন্ত মেধাবী এক ঝাঁক কিশোর-কিশোরীর অভিনয়সমৃদ্ধ এবং দেশের কিশোর দর্শকদের টার্গেট করে নির্মিত এছবিটির প্রিমিয়ার হবে আগামী ২৫ ডিসেম্বর বিকালে। আউয়াল রেজা পরিচালিত এচলচ্চিত্রটি’র প্রধান নির্বাহী এরশাদুল হক টিংকু এক বার্তায় এ তথ্য জানান।
১৫ বছরের বিজ্ঞানমনস্ক কিশোর রায়ান ইন্টারনেট ভুবনে ভ্রমণকালে এক আশ্চর্য শামুকের সন্ধান পেয়ে যায়। যার বাস বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনের এক নতুন জেগে ওঠা দ্বীপে। যার খোলসের মধ্যেই নাকি সঞ্চিত আছে মহামূল্যবান ইউরেনিয়াম। সে ঠিক করে দুর্গম দ্বীপে যাবে। আশ্চর্য শামুক খুঁজে বের করবে এবং সেই ইউরেনিয়াম জোগাড় করে সরকারের সহায়তায় নিজেরাই একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দাঁড় করিয়ে ফেলবে। ব্যস, এরপর রায়ান ও তার ছয় বন্ধু যে আশ্চর্য অভিযানে নেমে পড়ে, সেখানে কীসব ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে হয় তাদের। রহস্য-রোমাঞ্চে জমজমাট সেই গল্পটাই জানা যাবে বাংলাদেশ সরকারের আর্থিক অনুদানে পরিচালক আউয়াল রেজা নির্মিত ‘মেঘ রোদ্দুর খেলা’ ছবি থেকে।
ছবির মনজুড়ানো গানগুলিতে কন্ঠ দিয়েছেন এলিটা করিম, টি ডাবলু সৈনিক, সুজন আরিফ ও আশরাফুল বারী রুমন। গানের সুর ও সঙ্গীত পরিচালনায় ফুয়াদ নাসের বাবু। এর চিত্রগ্রহন করেছেন টি ডাবলুু সৈনিক এবং সম্পাদনায় ছিলেন জুনায়েদ হালিম।
ছবিটি যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে, এ লক্ষ্যে ছবিটির নির্মাতা আউয়াল রেজা, অভিনেতা-অভিনেত্রী, গানের শিল্পী এবং অন্যান্য কলাক‚শীলবদের সাক্ষাতকার গ্রহণ, ছবিটির ট্রেলার বা গানের ভিডিও প্রচার করাসহ বিভিন্ন ধরনের সহযোগিতার অনুরোধ জানিয়েছেন প্রধান নির্বাহী টিংকু।