• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমাদের বিশ্ব

ইতিহাসের সবচেয়ে বড় লোকসানের মুখে সুইস কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশের সময় : January 14, 2023, 9:17 pm

আপডেট সময় : January 14, 2023 at 9:17 pm

ইমরুল শাহেদ: সুইস ন্যাশনাল ব্যাংক সোমবার জানিয়েছে, ২০২২ অর্থ বছরে ব্যাংকটি ১৩২ বিলিয়ন সুইস ফ্রাঙ্ক বা ১৪৩ বিলিয়ন ডলার লেকসান দিয়েছে। তবে ব্যাংক থেকে বলা হয়েছে, এই হিসাব প্রাথমিক। সিএনবিসি
সুইস ন্যাশনাল ব্যাংকের ১১৬ বছরের ইতিহাসে এটাই হলো সবচেয়ে বড় লোকসান এবং সুইজারল্যান্ডের ৭৪৪.৫ বিলিয়ন সুইস ফ্রাঙ্কের অনুমানকৃত মোট দেশজ উৎপাদনের প্রায় ১৮ শতাংশের সমান। ২০১৫ সালে ব্যাংকটির লোকসান হলো ২৩ বিলিয়ন ফ্রাঙ্ক। শেয়ার বাজারে ব্যাংটির নাজুক অবস্থানসহ আয় কমে যাওয়ায় শেয়ার ও বন্ড পোর্টফোলিওতে বড় ধরনের আঘাত হেনেছে এই সঙ্কট।
ফলে ব্যাংকটি সুইস সরকার এবং সদস্য দেশগুলোর সঙ্গে স্বাভাবিক অর্থপ্রদান করবে না। বিঘœ ঘটবে শেয়ারহোল্ডারদের অর্থপ্রদানের ক্ষেত্রেও। ২০২১ সালে ব্যাংকটি ২৬ বিলিয়ন ফ্রাঙ্ক লাভ করেছিল।
লোকসানের ১৩১ ফ্রাঙ্ক এসেছিল বিদেশ থেকে। এক বিলিয়ন এসেছে সুইস ফ্্রাঙ্ক পজিশন থেকে। বিনিয়োগকারীরা ইউরোপীয় অস্থিরতার মধ্যে কথিত নিরাপদ আশ্রয়ের দিকে ঝাঁপিয়ে পড়ে।
জুন ২০২২ সাল থেকে, সুইস ফ্রাঙ্ক এক ইউরোর উপরে লেনদেন করছে, যে স্তরটি এটি ইইউ-এর একক মুদ্রায় ১.২০ পেগ বাতিল করার পরে ২০১৫ সালে সংক্ষিপ্তভাবে স্পর্শ করেছিল।
সুইজারল্যান্ড ঐতিহাসিকভাবে তার রপ্তানি-ভারী অর্থনীতির কারণে ফ্রাঙ্কের শক্তিতে লাগাম টেনে ধরার চেষ্টা করেছে, যদিও বিশ্লেষকরা যুক্তি দিয়েছেন যে ইউরো অঞ্চলের মুদ্রাস্ফীতির কারণে ক্রমবর্ধমান ফ্রাঙ্ক সত্তে¡ও সুইস ব্যবসাগুলি প্রতিযোগিতামূলক থাকতে সক্ষম হয়েছে।
২০২২ সালের জুন থেকে সুইস ফ্রাঙ্ক এক ইউরোর বেশি লেনদেন করছে। ইইউ-এর একক মুদ্রায় ১.২০ পেগ বাতিল করার পরে ২০১৫ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য হয়েছিল। সুইজারল্যান্ড ঐতিহাসিকভাবে তার রপ্তানিমুখী অর্থনীতির কারণে ফ্রাঙ্কের শক্তিতে লাগাম টেনে ধরার চেষ্টা করেছে। যদিও বিশ্লেষকরা যুক্তি দিয়েছেন যে ইউরো অঞ্চলের মুদ্রাস্ফীতির কারণে ক্রমবর্ধমান ফ্রাঙ্ক সত্তে¡ও সুইস ব্যবসাগুলো প্রতিযোগিতায় থাকতে সক্ষম হয়েছে।
সুইস ন্যাশনাল ব্যাংক ২০২২ সালের ডিসেম্বরে তৃতীয়বারের মতো সুদের হার বাড়িয়ে ১ শতাংশ করেছে। এটা করা হয়েছিল ৩ শতাংশের মুদ্রাস্ফীতি মোকাবেলা করার জন্য। ইউরো অঞ্চলের মুদ্রাস্ফীতির হারের নিচে হলেও ১০ শতাংশের উপরে রয়েছে। সম্পাদনা: রাশিদ

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)