• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমাদের বিশ্ব

৯ দেশের মুদ্রা বিনিময় হার নির্ধারণ করছে রাশিয়া

প্রকাশের সময় : January 20, 2023, 10:26 pm

আপডেট সময় : January 20, 2023 at 10:26 pm

অর্থনীতি ডেস্ক : রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক আনুষ্ঠানিকভাবে বিনিময় হার নির্ধারিত মুদ্রার তালিকা স¤প্রসারণ করেছে। গতকাল থেকে নতুন করে ভিয়েতনাম, কাতারসহ ৯টি দেশের মুদ্রার আনুষ্ঠানিক বিনিময় হার নির্ধারণ শুরু হয়েছে। খবর- রয়টার্স। নতুন করে ৯টি মুদ্রার নিয়মিত আনুষ্ঠানিক বিনিময় হার নির্ধারণ শুরু করেছে ব্যাংক অব রাশিয়া
এক বিবৃতিতে ব্যাংক অব রাশিয়া বলেছে, এখন থেকে প্রতিদিন রুবলের বিপরীতে ৯টি দেশের মুদ্রার আনুষ্ঠানিক বিনিময় হার নির্ধারণ করা হবে। এর মধ্যে রয়েছে- সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, থাইল্যান্ডের বাট, ইন্দোনেশিয়ার রুপিয়াহ, ভিয়েতনামের দং, সার্বিয়ার দিনার, নিউজিল্যান্ডের ডলার, কাতারের রিয়াল, জর্জিয়ার লারি ও মিশরের পাউন্ড। নতুন ৯টি মুদ্রা অন্তর্ভুক্তির মধ্য দিয়ে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক নিয়মিত বিনিময় হার নির্ধারণ করে এমন মুদ্রার সংখ্যা হলো ৪৩।
বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের ওপর নির্ভরতা কমাতে ব্যাংক অব রাশিয়া এ পদক্ষেপ নিয়েছে। আনুষ্ঠানিক বিনিময় হার নির্ধারিত থাকায় এখন থেকে বিশেষত উল্লিখিত ৯টি দেশের ব্যবসায়ীরা রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক লেনদেনে রুবল অথবা নিজ দেশের মুদ্রা ব্যবহারে সাচ্ছন্দ্য বোধ করবে।
তারা বলেন, মোট লেনদেনের কিছু অংশও যদি স্থানীয় মুদ্রায় হয়ে থাকে, তাতে রাশিয়ার সঙ্গে আমদানি-রপ্তানি চুক্তি সম্পাদনে সংশ্লিষ্ট দেশগুলোর আগ্রহ বাড়বে। অনেক সময় পর্যাপ্ত ডলার না থাকায় বিভিন্ন দেশকে আন্তর্জাতিক লেনদেন সম্পাদনের প্রয়োজনে ঋণ গ্রহণ করতে হয়। এখন থেকে তেমন ঋণ নির্ভরতাও কমবে।
নতুন করে যে কয়টি দেশের মুদ্রাকে ব্যাংক অব রাশিয়ার আনুষ্ঠানিক বিনিময় হার তালিকায় নেওয়া হয়েছে, তার সবকটির সঙ্গেই রাশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য ক্রমশ বাড়ছে। যেমন- মিশর গমসহ বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য রাশিয়া থেকে বিপুল পরিমাণে আমদানি করে থাকে। একইভাবে কাতারের সঙ্গে জ্বালানি, থাইল্যান্ডের সঙ্গে অস্ত্র, পর্যটন, ভিয়েতনামের সঙ্গে অস্ত্র, তৈরি পোশাক, আমিরাতের সঙ্গে জ্বালানি, ভোগ্যপণ্য খাতে রাশিয়ার ব্যবসা বাড়ছে।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01708156820

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)